Tuesday, April 29, 2025
spot_img
হোমক্রিকেটআইপিএলে ইতিহাস গড়লেন বৈভব, ১৪ বছর বয়সেই সেঞ্চুরি

আইপিএলে ইতিহাস গড়লেন বৈভব, ১৪ বছর বয়সেই সেঞ্চুরি

আইপিএলে আগের দুই ম্যাচে ঝড়ো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি বৈভব সুরিয়াভানশি। তবে এবার তার ব্যাটে যেন ধুন্ধুমার তাণ্ডব! মাত্র ১৪ বছর বয়সেই ছুঁয়ে ফেললেন সেঞ্চুরির মাইলফলক, জায়গা করে নিলেন রেকর্ড বইয়ে।

সোমবার রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৫ বলে শতরান পূর্ণ করেন কিশোর ভারতীয় ওপেনার বৈভব। ইনিংসে ১১টি ছক্কা আর ৭টি চারের ঝড়ে মাত্র ৩৮ বলে ১০১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি, দলের ২১০ রানের লক্ষ্য তাড়ার পথে।

১৪ বছর ৩২ দিন বয়সে শতরান করে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এখন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বৈভব। এতদিন এই রেকর্ড ছিল আরেক ভারতীয়, ভিজায় জোলের দখলে। ২০১৩ সালে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ১৮ বছর ১১৮ দিন বয়সে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের পারভেজ হোসেন, যিনি ২০২০ বিপিএলে ১৮ বছর ১৭৯ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন।

আইপিএলের ইতিহাসেও তরুণ সেঞ্চুরিয়ানদের তালিকায় বৈভাব নিজের নাম লিখিয়েছেন। এর আগে মানিশ পান্ডে ছিলেন সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান — ২০০৯ সালে ১৯ বছর ২৫৩ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন তিনি।

দ্রুততম সেঞ্চুরির দিক থেকেও বৈভব জায়গা করে নিয়েছেন। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এখন তার দখলে। তার আগে আছেন শুধু ক্রিস গেইল, যিনি ২০১৩ সালে ৩০ বলে শতরান পূর্ণ করেছিলেন।

বৈভবের এই ইনিংসে ১১টি ছক্কা তাকে একটি অনন্য জায়গায় বসিয়েছে। আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যৌথভাবে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তার দখলে, ২০১০ সালে মুরালি বিজয়ের করা ১১ ছক্কার রেকর্ডের পাশে।

ম্যাচের শুরু থেকেই ঝড় তুলেছিলেন বৈভব। ইয়াসাসভি জয়সওয়ালের সঙ্গে ইনিংস শুরু করে দ্বিতীয় বলেই ছক্কা হাঁকান তিনি। চতুর্থ ওভারে ইশান্ত শর্মাকে মারেন তিন ছক্কা ও দুটি চার। এরপর ওয়াশিংটন সুন্দারের ওভারে দুই ছক্কা ও এক চারে মাত্র ১৭ বলেই পৌঁছে যান ফিফটিতে।

সবচেয়ে বড় তাণ্ডব দেখা যায় দশম ওভারে। আফগান পেসার কারিম জানাতের ওভারেই তিনটি ছক্কা ও তিনটি চারে তুলেন ৩০ রান, ৬৪ থেকে সরাসরি পৌঁছে যান ৯৪ রানে। এরপর রাশিদ খানকে ছক্কায় ওভার বাউন্ডারি মেরে পৌঁছান শতরানে।

তবে এরপরই প্রাসিধ কৃষ্ণার ইয়র্কারে বোল্ড হয়ে থামে তার রেকর্ডগড়া ইনিংস। জয়সওয়ালের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৭১ বলে যোগ হয় ১৬৬ রান। জয়সওয়ালের অপরাজিত ৭০ রানের ইনিংসের সুবাদে রাজস্থান ২৫ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় তুলে নেয়। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার ওঠে বৈভবের হাতেই।

বয়সভিত্তিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে গত নভেম্বরে আইপিএলের মেগা নিলামে বৈভব জায়গা করে নেন। ৩০ লাখ রুপির ভিত্তি মূল্য থেকে লড়াইয়ে শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস তাকে দলে নেয় ১ কোটি ১০ লাখ রুপিতে। বয়স নিয়ে কিছু বিতর্ক থাকলেও, আইপিএলের ইতিহাসে নিলামে দল পাওয়া সবচেয়ে কম বয়সী ক্রিকেটার তিনিই।

আইপিএলের এবারের আসরে প্রথমদিকে খেলার সুযোগ না পেলেও, লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে অভিষেকের দিনই রেকর্ড গড়েন বৈভব — ১৪ বছর ২৩ দিন বয়সে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে মাঠে নামার কীর্তি গড়েন তিনি। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে জানান দেন নিজের সামর্থ্যের। সেদিন ২০ বলে করেন ৩৪ রান। পরে বেঙ্গালুরুর বিপক্ষে ছোট ইনিংসে থামলেও, এবার নিজেকে পুরোপুরি মেলে ধরলেন রেকর্ডবই কাঁপানো এক সেঞ্চুরিতে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments