Sunday, December 22, 2024
spot_img
হোমফিচারএফএ কাপে বাবা-ছেলের ঐতিহাসিক মুখোমুখি দ্বৈরথ

এফএ কাপে বাবা-ছেলের ঐতিহাসিক মুখোমুখি দ্বৈরথ

এবার ফুটবল মাঠে দেখা যাবে এক অনন্য পারিবারিক দ্বৈরথ—বাবা-ছেলের মুখোমুখি লড়াই। ইংলিশ ফুটবলের মর্যাদাপূর্ণ এফএ কাপের তৃতীয় রাউন্ডে এভারটনের হয়ে খেলবেন অ্যাশলি ইয়াং, আর তাঁর প্রতিপক্ষ পিটারবরো ইউনাইটেডের হয়ে মাঠে নামবেন তাঁর ১৮ বছর বয়সী ছেলে টাইলার ইয়াং।

এভারটন প্রিমিয়ার লিগের ক্লাব, আর পিটারবরো খেলছে লিগ ওয়ানে। ম্যাচটি অনুষ্ঠিত হবে এভারটনের হোম গ্রাউন্ড গুডিসন পার্কে। সব কিছু ঠিকঠাক থাকলে এটি হবে বাবা অ্যাশলি ও ছেলে টাইলারের প্রথম প্রতিপক্ষ হিসেবে মাঠে নামার অভিজ্ঞতা।

টাইলারের অভিষেক হয়েছে এ বছর ৮ অক্টোবর, ইএফএল ট্রফিতে স্টিভেনেজের বিপক্ষে ম্যাচ দিয়ে। এখন তিনি অপেক্ষায় আছেন বাবার বিপক্ষে খেলার। অন্যদিকে, ৩৯ বছর বয়সী অ্যাশলি ইয়াংয়ের রয়েছে বর্ণাঢ্য ক্যারিয়ার। তিনি ওয়াটফোর্ড, অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের মতো ক্লাবের হয়ে ৭২৪টি ম্যাচ খেলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইয়াং লিখেছেন, “স্বপ্ন সত্যি হতে পারে,” যা বাবা-ছেলের এই প্রতিযোগিতার প্রতি তাঁর উত্তেজনা ও আবেগ প্রকাশ করে।

এর আগে বাস্কেটবলের মঞ্চে লেব্রন জেমস ও তাঁর ছেলে ব্রোনি জেমসকে একসঙ্গে খেলতে দেখা গেছে, তবে তারা একই দলের সদস্য ছিলেন। কিন্তু ফুটবলে বাবা-ছেলের এমন প্রতিদ্বন্দ্বিতা বিরল এবং তাই এই ম্যাচটিকে ঘিরে তৈরি হয়েছে দারুণ উত্তেজনা।

আগামী মাসে অনুষ্ঠিতব্য এই ম্যাচে অ্যাশলি ও টাইলার ইয়াং ফুটবলপ্রেমীদের জন্য স্মরণীয় এক মুহূর্ত তৈরি করবেন বলে আশা করা হচ্ছে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments