চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ আয়োজন নিয়ে ভারত ও পাকিস্তানের বিরোধের কারণে আজও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি বোর্ডের আজকের মিটিংয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও বৈঠকটি স্থগিত করা হয়েছে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে দুই দেশকে সমঝোতায় আসার নির্দেশ দিয়েছে আইসিসি।
মূল মতবিরোধ: হাইব্রিড মডেল
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যে জানিয়েছে, তারা পাকিস্তানে দল পাঠাতে রাজি নয়। এজন্য চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে অন্য কোনো ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিসিআই, যা হাইব্রিড মডেল নামে পরিচিত। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথমে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
পিসিবি প্রধান মহসিন নাকভি জানান, এশিয়া কাপের ক্ষেত্রে হাইব্রিড মডেল মানলেও এবার তারা এই মডেল মানতে নারাজ। তিনি বলেন, “পাকিস্তান ভারতে খেলতে যাবে, অথচ ভারত পাকিস্তানে আসবে না—এটি গ্রহণযোগ্য নয়।”
পাকিস্তানের শর্ত ও ভারতের প্রতিক্রিয়া
পরে পিসিবি নিজেদের অবস্থান কিছুটা শিথিল করে হাইব্রিড মডেলে রাজি হয়। তবে শর্ত হিসেবে তারা লভ্যাংশ বাড়ানো, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে পাকিস্তানকেও ভারতের মাটিতে না পাঠানোর প্রস্তাব দেয়। বিসিসিআই এই শর্ত মানতে অস্বীকৃতি জানালে আইসিসি বৈঠক স্থগিত করে।
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে এই অচলাবস্থা সমাধানে দুই দেশের মধ্যে সমঝোতা জরুরি। পরবর্তী মিটিংয়ে কী সিদ্ধান্ত আসে, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে।