প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–২১ হকি দল। হকি ইতিহাসে এটি দেশের কোন দলের জন্য প্রথম বিশ্বকাপে খেলার ঘটনা। এই সাফল্যের জন্য বাংলাদেশ যুব হকি দলকে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। এর আগে, গতকাল সকালে দেশে ফেরার পর হকি ফেডারেশনও বাংলাদেশ যুব হকি দলকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় এবং বিমানবাহিনীর ফ্যালকন হলে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ অনূর্ধ্ব–২১ দল গত মঙ্গলবার থাইল্যান্ডকে ৭–২ গোলে হারিয়ে আগামী ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। দলটি যুব এশিয়া কাপে পঞ্চম স্থান অর্জন করেছে, শেষ ম্যাচে চীনকে পরাজিত করে তারা এই সাফল্য পায়।
গ্রুপ পর্বে বাংলাদেশের দল প্রথমে ওমানকে ৩–১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে। এরপর শক্তিশালী মালয়েশিয়া ও চীনের সঙ্গে ড্র করে (২–২)। একমাত্র হারের মুখোমুখি হয় তারা পাকিস্তানের বিরুদ্ধে, যেখানে ৬–০ গোলের ব্যবধানে হেরে যায়।