Friday, April 11, 2025
spot_img
হোমক্রিকেটবুমরাহ ছাড়া অসহায় ভারত, অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া

বুমরাহ ছাড়া অসহায় ভারত, অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া

সিডনি টেস্টের তৃতীয় দিনের সকাল। ভারতের ব্যাটিং লাইনআপে একে একে উইকেটের পতন। প্যাট কামিন্সের দলে যেন তখন থেকেই আত্মবিশ্বাস দেখা যাচ্ছিল। আর বল হাতে তাণ্ডব চালিয়েছেন স্কট বোল্যান্ড, যিনি ম্যাচে ১০ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে বিজয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। লক্ষ্য ছিল মাত্র ১৬২ রান, এবং তা তুলতে গিয়ে অস্ট্রেলিয়া কিছুটা বিপাকে পড়লেও শেষমেশ বড় জয় নিশ্চিত করে বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করেছে।

তৃতীয় দিনের সকালে ভারতীয় দল ১৪১ রানে ৬ উইকেট নিয়ে ব্যাটিং শুরু করে। তবে তারা আর যোগ করতে পারে মাত্র ১৬ রান। আগের দিনের চার উইকেট শিকারি স্কট বোল্যান্ড দুই ওভারে গুটিয়ে দেন ভারতীয় ইনিংস। দুই ইনিংস মিলিয়ে বোল্যান্ড শিকার করেন ১০ উইকেট।

অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল ১৬২। যদিও ৫৯ রানের মধ্যে তারা ৩ উইকেট হারায়, কিন্তু প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে ৬ উইকেট হাতে রেখেই। প্রথম ইনিংসেই অস্ট্রেলিয়ার বোলিং ত্রাস হয়ে ওঠা বোল্যান্ডের পারফরম্যান্স ছিল অপ্রতিরোধ্য। বুমরাহ থাকলে হয়তো এই অসম বাউন্সের পিচে অস্ট্রেলিয়াকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতো।

ভারতের হয়ে সিরিজজুড়ে বুমরাহ ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের আতঙ্ক। এক সিরিজে ৩২ উইকেট নিয়ে গড়েছেন রেকর্ড। তবে শেষ ইনিংসে তাঁর পিঠের সমস্যার কারণে খেলতে না পারা ভারতীয় দলের জন্য বড় ধাক্কা ছিল।

লাঞ্চ বিরতির পর উসমান খাওয়াজা আর ট্রাভিস হেড দায়িত্বশীল ইনিংস খেলে জয়কে নিশ্চিত করে তোলেন। শেষ দিকে, অভিষিক্ত বাউ ওয়েবস্টারের দ্রুত ৩৯ রান অস্ট্রেলিয়ার জয়ের পথ আরও সহজ করে তোলে। মাত্র ২৭ ওভারেই ১৬২ রান তুলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

গ্যালারিতে অস্ট্রেলীয় সমর্থকদের বাঁধভাঙা উল্লাসে মেতেছে মাঠ। এই জয়ে ১০ বছর পর দেশের মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফি ফেরালেন কামিন্সরা। পাশাপাশি, দল টানা দ্বিতীয়বার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জায়গা করে নিয়েছে। ভারতের জন্য এটি ছিল হতাশার সিরিজ। যদিও পুরো সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই চলেছিল, তবে চূড়ান্ত লড়াইয়ে অস্ট্রেলিয়ার সাফল্যের গল্পে যোগ হলো আরেকটি গৌরবময় অধ্যায়।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments