লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো, যারা ৩৭ এবং ৩৯ বছর বয়সী, বয়সের ধাক্কা উপেক্ষা করে এখনো দুর্দান্ত খেলছেন। এই দুই ফুটবল তারকা এবার জায়গা করে নিয়েছেন ২০২৪ সালের ফিফপ্রো বর্ষসেরা ফুটবল একাদশের সংক্ষিপ্ত তালিকায়। ফিফপ্রো গতকাল তাদের ফেসবুক পেজে ২৬ ফুটবলারের এই তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে মেসি ও রোনালদো রয়েছেন।
এ তালিকায় ইংলিশ প্রিমিয়ার লিগের ১১ ফুটবলার স্থান পেয়েছেন, যার মধ্যে ম্যানচেস্টার সিটির ৭ ফুটবলার—এদেরসন, রুবেন দিয়াজ, কাইল ওয়াকার, রদ্রি, কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন এবং আর্লিং হলান্ড। তবে সিটির চেয়ে বেশি, ৮ ফুটবলার জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে, যার মধ্যে কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়ুস জুনিয়রের নাম উল্লেখযোগ্য।
এছাড়া অবাক করা বিষয় হলো, ১১ প্রিমিয়ার লিগ ফুটবলারদের মধ্যে নেই মোহাম্মদ সালাহ। লিভারপুলের জার্সিতে ২০২৪-২৫ মৌসুমে ১১ গোল করা সালাহ এ তালিকায় স্থান পাননি।
২০২৪ সালের বিশ্ব একাদশের এই সংক্ষিপ্ত তালিকায় ২৪ ইউরোপীয় ফুটবলারের মধ্যে দুই নন-ইউরোপীয় ফুটবলার হলেন মেসি ও রোনালদো। ২০২৩ সালে মেসি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন, যেখানে তিনি লিগস কাপ এবং সাপোর্টার্স শিল্ড জয় করেন। রোনালদো সৌদি আরবের আল নাসরে যোগ দিয়ে ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছেন।
ফিফপ্রোর ২০২৪ বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকায় থাকা ফুটবলারদের মধ্যে গোলরক্ষক, রক্ষণভাগ, মাঝমাঠ এবং আক্রমণভাগের ফুটবলারদের নাম উল্লেখ করা হয়েছে।