নভেম্বরের শেষ সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছেন বাংলাদেশের নারী ব্যাটার শারমিন আক্তার। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দুই ওয়ানডে খেলেই আইসিসি নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। ২৮ বছর বয়সী এই ব্যাটার ছাড়াও তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার নাদিন ডি ক্লার্ক এবং ইংল্যান্ডের ওপেনার ড্যানি ওয়াট-হজ।
শারমিন ২০২৩ সালের জুলাইয়ের পর দলে ফিরেই প্রভাবশালী ব্যাটিং করেন। নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮৯ বলে ৯৬ রান এবং দ্বিতীয় ম্যাচে ৬৩ বলে ৪৩ রান করেন। এরপর ২ ডিসেম্বরের তৃতীয় ওয়ানডেতে তিনি ৮৮ বলে ৭২ রান করেন। নভেম্বরের দুই ম্যাচে তার গড় ছিল ৬৯.৫০ এবং স্ট্রাইক রেট ৯১.৪৪। এই পারফরম্যান্সের ভিত্তিতেই তিনি মাসসেরার দৌড়ে আছেন।
অন্য মনোনীতদের মধ্যে ড্যানি ওয়াট-হজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে ৭১ গড়ে ১৪২ রান করেন। নাদিন ডি ক্লার্ক একই সিরিজে ব্যাট হাতে ৮০ রান এবং বল হাতে ৪ উইকেট নেন।
ছেলেদের বিভাগে মনোনয়ন পেয়েছেন ভারতের যশপ্রীত বুমরা, পাকিস্তানের হারিস রউফ, এবং দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন।
মাসসেরা নির্বাচনে জুরি সদস্যদের পাশাপাশি আইসিসি ওয়েবসাইটে দর্শকদের ভোটও বিবেচনা করা হয়। বাংলাদেশ থেকে এর আগে নারী বিভাগে কেবল নাহিদা আক্তার ২০২৩ সালের নভেম্বরে এই পুরস্কার জিতেছিলেন।
আইসিসি মাসসেরা ক্রিকেটারের জন্য ভোট দেওয়ার সুযোগ এখনো খোলা রয়েছে।