ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ, কিন্তু এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ক্যালেন্ডার পরিবর্তনের কারণে এটি আপাতত স্থগিত করা হয়েছে। শুধু এই টুর্নামেন্টই নয়, সাফ ২০২৫ সালের জন্য ঘোষিত সব টুর্নামেন্টই নতুন করে সূচি নির্ধারণের জন্য পিছিয়ে দিচ্ছে।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, এএফসির ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সাফ তাদের সূচি পুনর্বিন্যাস করছে। ১২ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট ঢাকায় হওয়ার কথা ছিল। বাফুফে এটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চেয়েছিল।
তবে স্টেডিয়ামের সংস্কারকাজ শেষ হলেও ফ্লাডলাইটের কাজ ফেব্রুয়ারির আগে শেষ হবে কি না, তা নিয়ে সংশয় ছিল। এ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে তাড়াহুড়ো করতে বলা হলেও এখন টুর্নামেন্ট স্থগিত হওয়ায় সেই চাপ নেই।
এই টুর্নামেন্ট কতদিন পিছিয়ে দেওয়া হবে, সে বিষয়ে নিশ্চিত কিছু বলা যায়নি। আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, “কিছু দিনের মধ্যেই নতুন সূচি ঘোষণা করা হবে। তবে এটি ফেব্রুয়ারিতে হচ্ছে না, এটা নিশ্চিত।”
বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে সাফ সাধারণ সম্পাদক বলেছেন, এটি পুরোপুরি বাফুফের দায়িত্ব। নতুন সূচি অনুযায়ী টুর্নামেন্ট কোথায় হবে, তা বাফুফেই ঠিক করবে।
এই স্থগিতাদেশ সাফের টুর্নামেন্ট আয়োজনের কৌশল পুনর্বিন্যাসের অংশ। নতুন তারিখ ঘোষণা হলে পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করা হবে।