Friday, April 11, 2025
spot_img
হোমফুটবলস্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মায়োর্কার বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় তুলে নিয়ে ফাইনালে পা রেখেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে জুড বেলিংহ্যামের গুরুত্বপূর্ণ গোলের পর যোগ করা সময়ে আরও দুটি গোল করে নিশ্চিত করেন চূড়ান্ত মঞ্চের টিকিট।

বৃহস্পতিবারের ম্যাচে শুরু থেকেই একের পর এক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে গোলের দেখা পাচ্ছিল না রিয়াল। মায়োর্কার গোলরক্ষক ডোমিনিক গ্রাইফের দুর্দান্ত সেভ তাদের হতাশায় রাখে। আক্রমণের ধারাবাহিকতায় অবশেষে ৬৩তম মিনিটে রিয়ালের অপেক্ষার অবসান ঘটে। ভিনিসিউস জুনিয়রের পাস থেকে ফিরতি বলে বেলিংহ্যামের ঠাণ্ডা মাথার শট জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন এই ইংলিশ মিডফিল্ডার।

মায়োর্কা রিয়ালের আক্রমণের তোপ সামলাতে চেষ্টা করেও শেষ পর্যন্ত যোগ করা সময়ে আরও দুটি গোল হজম করে। দ্বিতীয় মিনিটে নিজেদের ভুলে বল নিজেদের জালেই পাঠান মায়োর্কার ডিফেন্ডার ভালিয়েন্ত। এরপর ম্যাচের শেষ মুহূর্তে লুকাস ভাসকেসের ক্রসে রদ্রিগো সুন্দর শটে গোল করে জয় নিশ্চিত করেন। এই গোল দিয়ে নিজের জন্মদিনটিও উদযাপন করেন ব্রাজিলিয়ান তারকা।

এই জয়ে রিয়াল মাদ্রিদ পৌঁছে যায় ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। যদি রোববারের ফাইনালে রিয়াল জয় পায়, তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের পাশে বসে যাবে তারা স্প্যানিশ সুপার কাপ জয়ের সংখ্যায় (১৩টি)।

রিয়ালের এই দুর্দান্ত পারফরম্যান্সে বেলিংহ্যামের ভূমিকা আবারও উজ্জ্বল হয়ে ওঠে। এ মৌসুমে ক্লাবের হয়ে এটি তার নবম গোল। তরুণ তারকার এই ধারাবাহিক ফর্ম নিশ্চয়ই ফাইনালেও রিয়ালের শক্তি বাড়াবে।

 

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments