Saturday, December 21, 2024
spot_img
হোমফুটবল৮৬৬ ম্যাচে প্রথমবার লাল কার্ড দেখলেন নয়্যার

৮৬৬ ম্যাচে প্রথমবার লাল কার্ড দেখলেন নয়্যার

জার্মান কাপের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে বায়ার্ন মিউনিখ। বায়ার লেভারকুসেনের বিপক্ষে ১-০ গোলের পরাজয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা। ম্যাচের বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলতে বাধ্য হওয়ায় এই হার এড়ানো সম্ভব হয়নি বাভারিয়ানদের। তবে দলের হারের বড় কারণ হিসেবে নিজেকে দায়ী করছেন অভিজ্ঞ গোলরক্ষক মানুয়েল নয়্যার।

ম্যাচের ১৮ মিনিটেই পেনাল্টি বক্সের বাইরে লেভারকুসেনের জেরেমি ফ্রিমপংকে চ্যালেঞ্জ করতে গিয়ে ফাউল করেন নয়্যার। সঙ্গে সঙ্গে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। ৮৬৬ ম্যাচের পেশাদার ক্যারিয়ারে এটি নয়্যারের প্রথম লাল কার্ড। এই অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা এবং পরবর্তীতে দলের পরাজয় তাকে গভীর হতাশায় ডুবিয়েছে। ম্যাচ শেষে নয়্যার বলেন, “লাল কার্ডটাই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে। আমরা কষ্ট পাচ্ছি, আমি দুঃখিত।”

নাথান টেলার দ্বিতীয়ার্ধে করা একমাত্র গোলটি নিশ্চিত করে বায়ার্নের পরাজয়। নয়্যারের লাল কার্ডের পর বায়ার্নকে গোলরক্ষক পরিবর্তন করতে হয়। এতে ইসরায়েলি গোলরক্ষক দানিয়েল পেরেৎজ বায়ার্নের হয়ে অভিষেকের সুযোগ পান। বায়ার্নে যোগ দেওয়ার ১৮ মাস পর এই ম্যাচে প্রথমবার মাঠে নামার অভিজ্ঞতা অর্জন করেন তিনি।

বায়ার্নের এই হারের ফলে জার্মান কাপ থেকে তাদের যাত্রা থেমে গেল। নয়্যারের ভুলের পরিপ্রেক্ষিতে দলের জন্য পরিস্থিতি কঠিন হয়ে ওঠে, যা দলকে পরাজয়ের দিকে ঠেলে দেয়। গোলরক্ষকের ভুলে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে হারের বিষয়টি নিয়ে ফুটবল মহলে ব্যাপক আলোচনা চলছে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments