Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটঅজি দলের দায়িত্বে স্মিথ, ছুটিতে কামিন্স

অজি দলের দায়িত্বে স্মিথ, ছুটিতে কামিন্স

বোর্ডার-গাভাস্কার সিরিজের মাধ্যমে ইতিমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। তবে চলতি মাসের শেষে শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে তারা। এই সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

উপমহাদেশে টেস্ট ক্রিকেট খেলার জন্য অস্ট্রেলিয়া স্কোয়াডে সাতজন স্পিনার রেখেছে, যার মধ্যে রয়েছে পার্টটাইম স্পিনারও। দলের সেরা স্পিনার নাথান লায়ন অবশ্য আছেন স্কোয়াডে। তার সাথে ম্যাট কুহনেম্যান, টড মার্ফি এবং আনক্যাপড কুপার কনলিকেও ডাক পেয়েছেন।

এছাড়া পার্টটাইম স্পিনার হিসেবে থাকবেন ট্র্যাভিস হেড, মার্নাস ল্যাবুশান ও নাথান ম্যাকসুইনি। সাউথ আফ্রিকাকে পেছনে ফেলে অস্ট্রেলিয়া এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে, তবে শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটি তাদের জন্য শুধুই নিয়ম রক্ষার।

তবে এই সিরিজে কয়েকজন বড় তারকা বিশ্রাম নেবেন। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স পিতৃত্বকালীন ছুটিতে থাকায় দলের নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। কামিন্সের অনুপস্থিতিতে সহঅধিনায়কের দায়িত্ব পেয়েছেন ট্র্যাভিস হেড। পেসার জশ হ্যাজেলউড এবং অলরাউন্ডার মিচেল মার্শও বিশ্রামে আছেন, এবং তারা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নেবেন।

ভারতের বিপক্ষে শেষ টেস্ট সিরিজে অভিষেক হওয়া তিন ক্রিকেটার, ম্যাথিউ কুনম্যান, স্যাম কনস্টাস এবং বিউ ওয়েবস্টারও শ্রীলঙ্কা সফরে রয়েছেন। দুটি ম্যাচই হবে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে, প্রথমটি ২৯ জানুয়ারি এবং দ্বিতীয়টি ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments