Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটঅপ্রতিরোধ্য রংপুর রাইডার্সের টানা অষ্টম জয়

অপ্রতিরোধ্য রংপুর রাইডার্সের টানা অষ্টম জয়

অপ্রতিরোধ্য রংপুর রাইডার্স বিপিএলের একাদশ আসরে তাদের দাপট ধরে রেখেছে। গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়নরা এবার টানা অষ্টম জয় তুলে নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে, টানা চার জয়ের পর হেরে দ্বিতীয় স্থানে রয়েছে চিটাগং কিংস।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে রংপুর। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে খুশদিল শাহের ব্যাট থেকে আসে ২৮ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস। তার ইনিংসে ছিল দুটি চার ও সাতটি ছক্কা। এ ছাড়া স্টিভেন টেলর ৩২ বলে ৩৯ রান করেন। শেখ মেহেদী হাসান এবং সাইফ হাসান যথাক্রমে ১২ বলে ১৭ ও ১৮ বলে ১৭ রান যোগ করেন। চিটাগংয়ের পক্ষে আলিস আল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম দুটি করে উইকেট নেন, আর বিনুরা ফার্নান্দো, আরাফাত সানি ও নাঈম ইসলাম শিকার করেন একটি করে উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে চিটাগং প্রথম বলেই উসমান খানকে হারায়। তবে পারভেজ হোসেন ইমন (১৪ বলে ২৬) এবং গ্রাহাম ক্লার্ক (২০ বলে ২৩) দলকে স্থিতিশীল করার চেষ্টা করেন। তাদের বিদায়ের পর মোহাম্মদ মিঠুন (৫ বলে ২) ও নাঈম ইসলাম (২৪ বলে ১৯) দলের চাপ বাড়ান। শামীম হোসেন পাটোয়ারি একাই লড়াই চালিয়ে ৩১ বলে ৩৮ রান করেন, তবে তার বিদায়ের পর চিটাগংয়ের জয়ের আশা শেষ হয়ে যায়।

রংপুরের বোলার আকিফ জাভেদ এই ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। টানা অষ্টম জয়ে রংপুর তাদের অপরাজিত থাকার ধারাবাহিকতা ধরে রাখে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments