Friday, April 4, 2025
spot_img
হোমক্রিকেটআইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস

আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস

আইএলটি২০ ফাইনালে গতকাল রাতে ডেজার্ট ভাইপার্সকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে দুবাই ক্যাপিটালস। মালিকপক্ষ জিএমআর ও জেএসডব্লু গ্রুপের জন্য এই জয় ছিল অত্যন্ত বিশেষ। প্রায় দেড় দশক ধরে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে নাম থাকলেও এবারই প্রথম কোনো ট্রফি ঘরে তুলল তারা।

কিন্তু এই অর্জনের পরও ছেলেদের ফ্র্যাঞ্চাইজি লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শোকেস এখনও ফাঁকা। ২০০৮ সাল থেকে আইপিএল খেলা দলটি এখনো কোনো শিরোপা জিততে পারেনি। অথচ তাদের হয়ে খেলে গেছেন ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, শেন ওয়াটসনের মতো তারকারা। তিনবার ফাইনালে উঠেও (২০০৯, ২০১১ ও ২০১৬) চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি।

আইপিএলের আটটি পুরোনো ফ্র্যাঞ্চাইজির মধ্যে সাতটিই ভারতের বাইরে দল কিনেছে। শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপ তো আইপিএল, সিপিএল, আইএলটি২০ ও এমএলসি মিলিয়ে সাতটি ট্রফি জিতেছে। সানরাইজার্স হায়দরাবাদ ও ইস্টার্ন কেপ মিলে জিতেছে তিনটি ট্রফি।

অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের মালিকপক্ষ জিএমআর ও জেএসডব্লু গ্রুপ ভারতের বাইরেও একাধিক ফ্র্যাঞ্চাইজি কিনেছে। আইএলটি২০–তে দুবাই ক্যাপিটালস, এমএলসিতে সিয়াটল ওরকাস এবং এসএ২০–তে প্রিটোরিয়া ক্যাপিটালস তাদের দল। তবে প্রথম শিরোপার স্বাদ এনে দিল দুবাই ক্যাপিটালস।

আরসিবির মালিকানায় পরিবর্তন এলেও (বর্তমানে ডিয়াজিও ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড) ভাগ্য বদলায়নি। দলটির প্রধান পরিচালন কর্মকর্তা রাজেশ মেনন সম্প্রতি জানিয়েছেন, ‘আরসিবি আপাতত খেলার পরিসর বাড়ানোর পরিকল্পনায় নেই। তবে বার ও ক্যাফের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রসারণ চালানো হবে।’

তবে মেয়েদের আইপিএলে (ডব্লুপিএল) শিরোপার স্বাদ পেয়েছে আরসিবি। গত আসরে তারা দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ট্রফি জিতেছে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments