মাত্র ১৩ বছর বয়সেই আইপিএলের নিলামে জায়গা করে নিয়ে ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলেছেন বৈভব সূর্যবংশী। যে বয়সে অন্যরা টিভির সামনে বসে প্রিয় তারকাদের খেলা দেখে, সে বয়সেই নিজেই তারকাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে গেলেন এই বিস্ময় বালক। তবে দল পেলেও এখনই রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামছেন না তিনি।
নিলামে বাজিমাত
আইপিএল নিলামে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যের বৈভবকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। তাকে দলে ভেড়াতে আগ্রহী ছিল দিল্লি ক্যাপিটালসও। শেষ পর্যন্ত রাজস্থানই বাজিমাত করে ১৩ বছর বয়সী এই প্রতিভাকে দলে নেয়।
১৩ বছরেই অনূর্ধ্ব-১৯, যুব টেস্টে দ্রুততম সেঞ্চুরি!
বৈভবের প্রতিভার ঝলক নতুন কিছু নয়। ১৩ বছর বয়সেই ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিছুদিন আগেই অস্ট্রেলিয়া সফরে যুব টেস্টে মাত্র ৫৮ বলে সেঞ্চুরি করে গড়েছেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
এরও আগে মাত্র ১২ বছর ২৮৪ দিন বয়সে বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটান তিনি। এত কম বয়সে এমন অর্জন ভারতের ক্রিকেটে বিরল।
আইপিএলে খেলবেন কি না, যা বলছে রাজস্থান
রাজস্থান রয়্যালস এখনো পরিষ্কার করেনি যে, বৈভব মাঠে নামবেন কি না। তবে দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর দিয়েছেন এক বিশেষ ইঙ্গিত।
তিনি বলেন, “আমি নিশ্চিত নই, ওকে খেলানো হবে কি না। সব কিছু নির্ভর করছে দলের কৌশল, উইকেটের অবস্থা ও প্রতিপক্ষের ওপর। তবে ওর প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। এত কম বয়সে এত দক্ষ ক্রিকেটার আমি আগে দেখিনি।”
রাঠোর ভারতের জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন এবং সেই সময় রাহুল দ্রাবিড়ের সঙ্গেও কাজ করেছেন। এখন দুজনেই রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফের অংশ।
ভবিষ্যতের বড় তারকা? যা বলছে ক্রিকেটবিশ্ব
বৈভবের প্রতিভা নিয়ে ইতোমধ্যেই ক্রিকেট মহলে উত্তেজনা তৈরি হয়েছে। তিনি আইপিএলে এখনই খেলতে না পারলেও, ভবিষ্যতে বড় তারকা হয়ে ওঠার সম্ভাবনা দেখছেন অনেকেই।
রাজস্থানের হয়ে বৈভবের অভিষেক কবে হবে, সেটাই এখন দেখার বিষয়!