এই বছরের ১৪ আগস্ট থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসর। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিযোগিতাটি চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
এবারও বরাবরের মতো ছয়টি দল নিয়ে হবে সিপিএলের মৌসুম। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়া কিংসের সঙ্গে অংশ নেবে সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, বার্বাডোস রয়্যালস, ট্রিনবাগো নাইট রাইডার্স এবং অ্যান্টিগা ও বার্বুদা ফ্যালকন্স।
সিপিএলের প্রধান নির্বাহী পিট রাসেল বলেন, “আমরা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আবারও কাজ করতে পেরে আনন্দিত। সিপিএল খেলোয়াড়দের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ, যা প্রতি বছরই নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। ২০২৪ সালের আসরটি ছিল অত্যন্ত সফল, এবং ২০২৫ সালে সেই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা প্রস্তুত।”
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান পরিচালনা কর্মকর্তা লিনফোর্ড ইনভারারি বলেন, “২০২৫ সালের সিপিএল সূচি ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। সিপিএল আমাদের ক্রিকেট ক্যালেন্ডারের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ক্যারিবিয়ান অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে বড় ভূমিকা রাখে। আন্তর্জাতিক সময়সূচির সঙ্গে সংঘর্ষ এড়াতে আমরা সিপিএল আয়োজকদের সর্বোচ্চ সহযোগিতা করব।”
তবে সিপিএলের ইতিহাসে তিনবারের চ্যাম্পিয়ন জামাইকা তালাওয়াশ এবারও অংশ নিচ্ছে না। টানা দ্বিতীয়বার দলটি প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে। এবারের আসরে ৬টি দল মোট ৩৪টি ম্যাচ খেলবে, যার মধ্যে লিগ পর্বে ৩০টি এবং প্লে-অফে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।