Sunday, April 13, 2025
spot_img
হোমক্রিকেটআচরণ ভেঙে বড়সড় জরিমানা গুণলেন ম্যাক্সওয়েল

আচরণ ভেঙে বড়সড় জরিমানা গুণলেন ম্যাক্সওয়েল

আইপিএলের চলতি আসরে মাঠের বাইরে আচরণগত কারণে আলোচনায় এসেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভাঙায় তাকে গুনতে হয়েছে বড়সড় জরিমানা। যদিও ঘটনার বিস্তারিত জানায়নি আইপিএল কর্তৃপক্ষ, তবে জানা গেছে, তিনি ম্যাচের পর আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি এবং স্টেডিয়ামের কোনো জিনিসপত্রের ক্ষতি করেছেন।

এই ঘটনায় আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.২ ধারা অনুযায়ী লেভেল ওয়ান লঙ্ঘনের অভিযোগ আনা হয় ম্যাক্সওয়েলের বিরুদ্ধে। শাস্তি হিসেবে তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে, সঙ্গে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইপিএল নিয়ম অনুযায়ী, লেভেল ওয়ানের ঘটনায় ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এবং তা মানতেই হবে খেলোয়াড়কে। অভিযোগে বলা হয়েছে, মাঠের বাইরে ‘অক্রিকেটীয় আচরণে’ কোনো বস্তু বা ফিটিংসের ক্ষতি করেছেন ম্যাক্সওয়েল, যেটি এ ধারার আওতায় পড়ে।

শাস্তি ঘোষণার পর তা নির্দ্বিধায় মেনে নিয়েছেন ম্যাক্সওয়েল। যদিও ম্যাচে ব্যাট হাতে তিনি ছিলেন ব্যর্থ, তবে বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। তার শিকার হন চেন্নাইয়ের ইনফর্ম ব্যাটার রাচিন রবীন্দ্র।

মজার ব্যাপার, এই শাস্তির দিনে তার দল পাঞ্জাব কিংস তুলে নেয় দারুণ এক জয়। দুই দলের মধ্যে হাই-স্কোরিং ম্যাচে ৪২০ রানের রানপাহাড়েও জয় পায় পাঞ্জাব।

এই জয়ে চার ম্যাচে তিনটি জয় নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দলটি। বিপরীতে, চেন্নাই সুপার কিংস এখন পর্যন্ত পাঁচ ম্যাচে কেবল একটিতে জয় পেয়ে টেবিলের নবম স্থানে রয়েছে, যা তাদের জন্য একপ্রকার সতর্কবার্তাই বটে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments