জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মঙ্গলবার এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের বিপক্ষে একাধিক সুযোগ নষ্টের মাশুল দিয়েছে বাংলাদেশ। গোলশূন্য সমতায় শেষ হয়েছে ম্যাচ। তাতে হামজার অভিষেকের রঙটাও হয়নি জয়ের আনন্দে রঙিন।
মিক্সড জোন দিয়ে টিম হোটেলে ফেরার পথে গণমাধ্যম কর্মীদের প্রবল দাবির মুখে অল্প কিছু কথা বলতে রাজি হলেন হামজা। সেখানেই জয় না পাওয়ার হতাশা আড়াল করেননি শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
“আমরা আজ জিততে পারতাম, কিন্তু ফুটবলে এরকম মিস হয়েই থাকে। ইংলিশ প্রিমিয়ার লিগেও হয় এরকম। আমাদের এটা বাজে দিন ছিল।
“আমি আমার অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছি। (বাংলাদেশের হয়ে খেলতে পেরে) আমি খুবই গর্বিত। গত পাঁচদিন এই দলের সঙ্গে খুবই ভালো সময় কেটেছে।”