Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটআরেকটি বড় হার, শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

আরেকটি বড় হার, শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই জমাতে পারল না শ্রীলঙ্কা। প্রথম টেস্টের মতন দ্বিতীয় টেস্টেও ব্যাটিং ব্যর্থতায় আগের দিনই ভরাডুবি নিশ্চিত হয়ে গিয়েছিলো। এদিন অনেকটা আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে স্টিভেন স্মিথের দল।

গলে চতুর্থ দিনের লাঞ্চের আগেই শেষ হয়ে গেছে ম্যাচ। শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে অজিরা। আগের দিনের ৮ উইকেটে ২১১ রান নিয়ে নেমে আর ২০ রান যোগ করেই থামে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। ফলে ৭৫ রানের সহজ লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। এই লক্ষ্যে নেমে ৮ম ওভারে ট্রেভিস (২৩ বলে ২০) ট্রেভিস হেডকে হারালেও উসমান খাওয়াজা-মারনাশ লাবুশানে মিলে বাকি কাজ সেরে ফেলেন সহজে।

মূলত প্রথম ইনিংসেই ম্যাচ হেরে বসে শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে তারা করে ২৫৭ রান। জবাবে স্মিথ ও আলেক্স কেয়ারির সেঞ্চুরিতে ৪১৪ রান করে বড় লিড নেয় সফরকারী দল। প্রবল চাপে দ্বিতীয় ইনিংসেও প্রত্যাশিত দৃঢ়তা দেখাতে পারেননি লঙ্কান ব্যাটাররা। নিজেদের মাঠে ন্যাথান লায়ন, ম্যাথু কুহেনম্যানের স্পিনে ডুবে হাবুডুবু খায় দলটি। কুশল মেন্ডিস দুই ইনিংসেই ফিফটি করে কিছুটা দৃঢ়তা দেখান, অ্যাঞ্জেলো ম্যাথিউস দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করে রাখেন অবদান। তবে বাকি ব্যাটারদের নিদারুণ ব্যর্থতায় হতাশায় ডুবতে হয় লঙ্কানদের।

এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র শেষ করল অস্ট্রেলিয়া। আগেই ফাইনাল নিশ্চিত করা দলটি ১৯ টেস্টে পেল ১৩ জয়। এই চক্রে প্রথম দিকে ভালো করা শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ১৩ টেস্টে ৫ জয় নিয়ে শেষ করল ছয় নম্বরে।

সিরিজ জিতে ভারপ্রাপ্ত অধিনায়ক স্মিথ স্পিন বান্ধব কন্ডিশনে মানিয়ে নেওয়ার তৃপ্তির কথা জানান, ‘সত্যিই দারুণ এক সিরিজ। আমরা আসলেই খুব ভালো খেলেছি। ব্যাটাররা যেভাবে মানিয়ে নিয়েছে তা ছিলো অসাধারণ। আমাদের সব বোলার দুর্দান্ত কাজ করেছে নিজেদের ভূমিকায়।’

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২৫৭ ও ২৩১ (ম্যাথুস ৭৬, মেন্ডিস ৫০; কুনেম্যান ৪/৬৩, লায়ন ৪/৮৪)

অস্ট্রেলিয়া: ৪১৪ ও ৭৫/১( খাজা ২৭, লাবুশেন ২৬; জয়াসুরিয়া ১/২০)

ফল: অস্ট্রেলিয়া ৯ উইকেট জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: অ্যালেক্স ক্যারি

সিরিজসেরা: স্টিভ স্মিথ

সিরিজ: অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে জয়ী

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments