Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলআলভারেজের টাইব্রেকার বিতর্কে উত্তাল ফুটবল বিশ্ব, বদলাতে পারে পেনাল্টি নিয়ম

আলভারেজের টাইব্রেকার বিতর্কে উত্তাল ফুটবল বিশ্ব, বদলাতে পারে পেনাল্টি নিয়ম

বুধবার রাত থেকে জুলিয়ান আলভারেজের বাতিল হওয়া টাইব্রেকার গোল নিয়ে বিতর্ক চলছে। টাইব্রেকারে শট নেওয়ার আগে তাঁর দুই পা বলে লেগেছিল কি না, তা নিয়ে মতভেদ দেখা দিয়েছে। কেউ বলছেন, আলভারেজের পা পিছলে গেলেও তিনি দ্বিতীয়বার বল স্পর্শ করেননি। আবার কেউ কেউ বলছেন, তাঁর পায়ের সামান্য স্পর্শ বলের গায়ে লেগেছিল এবং রেফারি নিয়ম অনুযায়ীই সিদ্ধান্ত নিয়েছেন।

আতলেতিকো মাদ্রিদ বিষয়টি নিয়ে উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায়। উয়েফা এরপর এক বিবৃতিতে জানায়, আলভারেজের শট নেওয়ার সময় তাঁর অপর পা সামান্য বল স্পর্শ করেছিল। ফুটবলের বর্তমান আইন (আইন ১৪.১) অনুযায়ী, এটি বৈধ নয় এবং ভিএআরের মাধ্যমে রেফারিকে গোল বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছিল।

তবে এই সিদ্ধান্তের ফলে বর্তমান নিয়ম নিয়ে নতুন করে ভাবনার প্রয়োজনীয়তা অনুভব করছে উয়েফা। তারা জানিয়েছে, অনিচ্ছাকৃত ডাবল টাচের ক্ষেত্রে নিয়মটি পরিবর্তনের প্রয়োজন আছে কি না, তা নিয়ে ফিফা এবং আইএফএবির সঙ্গে আলোচনা করবে।

এ নিয়ে আতলেতিকো মাদ্রিদ তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না দিলেও, ম্যাচ শেষে কোচ দিয়েগো সিমিওনে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি কখনো পেনাল্টি শুটআউটের ক্ষেত্রে ভিএআরের ব্যবহার দেখিনি।’ পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, বল আদৌ নড়েছিল কি না এবং উপস্থিত ব্যক্তিদের মধ্যে কেউ এটি দেখেছেন কি না।

এদিকে, রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া বিতর্কের জবাবে বলেন, ‘উয়েফা সবকিছু স্পষ্ট দেখেছে। হেরে গেলে নিজেদের অন্যায়ের শিকার ভাবার প্রবণতা অনেকের আছে, কিন্তু রেফারি নিরপেক্ষভাবেই কাজ করেন।’

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments