Sunday, March 30, 2025
spot_img
হোমক্রিকেটইংল্যান্ডের নতুন অধিনায়ক কে হবেন?

ইংল্যান্ডের নতুন অধিনায়ক কে হবেন?

জস বাটলার অধিনায়কত্ব ছাড়ার পর ইংল্যান্ড এখন নতুন নেতা খুঁজছে। ব্রেন্ডন ম্যাককালাম আভাস দিয়েছেন, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আলাদা অধিনায়ক রাখার পরিকল্পনাও আছে দলের।

এ প্রসঙ্গে কারান বলেন, ‘একই ব্যক্তি হলে ভালো, যদি আলাদা হয়, তাহলেও ঠিক আছে।’

কারান আরও বলেন, ‘বাজ (ম্যাককালাম) যখন আমাকে বাদ দিলেন, তখন তার ব্যাখ্যা ছিল খুবই স্পষ্ট ও সৎ। তিনি বলেছিলেন, আমি এখন দলে নেই, তবে ভবিষ্যতে সুযোগ আসবে। এটি আমার কাছে গুরুত্বপূর্ণ, কারণ কখনও কখনও কঠিন সিদ্ধান্তগুলোই খেলোয়াড়কে আরও ভালো পারফর্ম করতে অনুপ্রাণিত করে।’

আগামী জুনে ইংল্যান্ড সফরে আসবে ভারত। যদিও কারানকে সাধারণত টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে ধরা হয়, তবু তিনি ইংল্যান্ডের হয়ে ২৪টি টেস্ট ও ৩৫টি ওয়ানডে খেলেছেন। আইপিএলে ভালো করতে পারলে হয়তো জাতীয় দলে ফেরার দরজা খুলে যাবে তার জন্য।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments