অ্যালান শিয়েরারের স্বপ্ন সত্যি হলো! দীর্ঘ ৫৬ বছর পর বড় কোনো শিরোপা জিতে উৎসবে মাতলো নিউক্যাসল ইউনাইটেড। লিভারপুলকে হারিয়ে ক্লাব ইতিহাসে প্রথমবার লিগ কাপ জিতল এডি হাউয়ের দল।
ওয়েম্বলিতে রোববার রাতের ফাইনালে ২-১ গোলে জয় তুলে নিয়েছে নিউক্যাসল। প্রথমার্ধের যোগ করা সময়ে ড্যান বার্ন এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন আলেকসান্দার ইসাক।
শেষ মুহূর্তের রোমাঞ্চ! অতিরিক্ত সময়ে ফেদেরিকো চিয়েসা এক গোল শোধ দিলেও ম্যাচে ফিরতে পারেনি লিভারপুল। অবশেষে ইতিহাস গড়ল নিউক্যাসল!
ম্যাচের চিত্র
২৪’—স্যান্ড্রো তোনালির দুর্দান্ত শট, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট।
৩৪’—রবার্টসনের দারুণ ডিফেন্ডিং, নিউক্যাসলকে আটকে দিলেন।
৪৫+১’—ড্যান বার্নের দুর্দান্ত হেড, নিউক্যাসল এগিয়ে!
৫০’—ইসাকের গোল, কিন্তু অফসাইডের কারণে বাতিল।
৫৮’—জ্যাকব মার্ফির পাসে ইসাকের গোল, ২-০ নিউক্যাসল!
৯৪’—চিয়েসার গোলে লিভারপুলের আশার ঝলক, কিন্তু যথেষ্ট নয়!
নিউক্যাসলের জন্য ঐতিহাসিক জয়
১৯৫৫ সালের এফএ কাপ জয়ের পর প্রথমবার ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে ট্রফি পেল নিউক্যাসল।
১৯৬৯ সালের ফেয়ার্স কাপের পর এটাই তাদের সবচেয়ে বড় সাফল্য।
২০২২-২৩ মৌসুমে রানার্সআপ হওয়া দল এবার চূড়ান্ত বিজয়ী!