গলে আজকের টেস্ট ম্যাচটি ছিল অস্ট্রেলিয়ার কুপার কনোলির জন্য স্মরণীয় অভিষেকের দিন, আর শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নের জন্য বিদায়ের মঞ্চ। কনোলি অস্ট্রেলিয়ার ৪৭১তম টেস্ট খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। অন্যদিকে, শ্রীলঙ্কার অধিনায়ক করুণারত্নে তাঁর শততম টেস্টে ইতি টানছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের। মাঠে উপস্থিত ছিল দুজনের পরিবারের সদস্যরাও, যাঁরা এই আবেগঘন মুহূর্তের সাক্ষী হন।
ম্যাচের প্রথম দিন অস্ট্রেলিয়ার দাপট
নাথান লায়নের ঘূর্ণি আর মিচেল স্টার্কের বিধ্বংসী পেসে প্রথম দিনেই কোণঠাসা শ্রীলঙ্কা। ৯ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ মাত্র ২২৯ রান।
চলমান সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ও ২৪২ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে লঙ্কানরা। অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা শূন্য রানে আউট হন প্রথম বলেই। অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস ২৬ বল খেলে মাত্র ১ রান করেন। লোয়ার অর্ডারের প্রবাত জয়াসুরিয়া ও নিশান পেইরিসও ফেরেন কোনো রান না করে।
শ্রীলঙ্কার জন্য কিছুটা লড়াই করেছেন চান্ডিমাল (৭৪) ও কুশল মেন্ডিস (৫৯*)। দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে শ্রীলঙ্কার রান বাড়ানোর আশা কুশলের ওপর নির্ভর করছে।
কনোলি পেলেন সুযোগ, করুণারত্নের বিদায়ী ইনিংস
অভিষিক্ত অলরাউন্ডার কনোলি বাঁহাতি স্পিনে ৩ ওভার বল করলেও উইকেট শূন্য ছিলেন। করুণারত্নে বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে করেন ৩৬ রান। দ্বিতীয় সেশনের শুরুতেই তাঁর উইকেট হারানোর পর লঙ্কানদের ব্যাটিং ধস নামে।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা (১ম ইনিংস) – ৯০ ওভারে ২২৯/৯
(চান্ডিমাল ৭৪, কুশল মেন্ডিস ৫৯*, করুণারত্নে ৩৬; স্টার্ক ৩/৩৭, লায়ন ৩/৭৮)