চেলসির তারকা অ্যাটাকিং মিডফিল্ডার কোল পালমারের চোট নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সোমবার প্রিমিয়ার লিগের ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে তার খেলার সম্ভাবনা এখন অনিশ্চিত। চেলসির কোচ এন্টসো মারেস্কা জানিয়েছেন, ২২ বছর বয়সী এই ইংলিশ ফুটবলার দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি এবং তার ফিটনেস নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে।
গত মঙ্গলবার বোর্নমাউথের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে প্রতিপক্ষের এক চ্যালেঞ্জে আহত হন পালমার। তবে সেদিন পুরো ম্যাচ খেলার পাশাপাশি গোলও করেন তিনি। এরপর থেকে অস্বস্তি অনুভব করায় শুক্রবার তিনি অনুশীলনে যোগ দেননি।
কোচ মারেস্কা পালমারের অবস্থা নিয়ে বলেন, “তাকে আঘাত করা হয়েছিল, ফলে আজ সে অনুশীলন করতে পারেনি। কাল সে মাঠে ফিরতে পারবে কিনা, আমরা নিশ্চিত নই। কোল বড় মাপের খেলোয়াড়, আমরা তাকে নিয়ে খেলতে চাই। তবে যদি চোটের কারণে সমস্যা হয়, আমাদের বিকল্প পথ খুঁজতে হবে।”
২০২৩ সালে চেলসিতে যোগ দেওয়া পালমার এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে দলের হয়ে ২১টি ম্যাচে খেলেছেন। এ সময় ১৪টি গোলের পাশাপাশি ৬টি অ্যাসিস্ট করেছেন তিনি। দলের পারফরম্যান্সেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তবে সাম্প্রতিক সময়ে ছন্দ হারিয়েছে চেলসি। টানা পাঁচ ম্যাচে জয়হীন থেকে ২১ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে তারা। উলভারহ্যাম্পটনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পালমারের অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হতে পারে।