Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলক্লাব মালিকানা নিয়ে বিতর্কের মুখে মা-ছেলে

ক্লাব মালিকানা নিয়ে বিতর্কের মুখে মা-ছেলে

ফরাসি লিগ ২-এর ক্লাব কানের মালিকানা নিয়ে ক্রমশ বিতর্কের মুখে পড়ছেন কিলিয়ান এমবাপে। ক্লাবের শোচনীয় পারফরম্যান্সের কারণে সমর্থকরা তাঁর মায়ের উদ্দেশে অপমানজনক ব্যানার তুলেছেন।

গত বছরের গ্রীষ্মে এমবাপে এবং তাঁর পরিবার প্রায় ২০ মিলিয়ন ইউরো ব্যয়ে কাঁ ক্লাবের ৮০ শতাংশ শেয়ার কিনে নেন। তবে বিনিয়োগ সফল হয়নি। বর্তমানে কাঁ ফরাসি দ্বিতীয় বিভাগের তলানিতে অবস্থান করছে এবং অবনমনের শঙ্কায় রয়েছে। ক্লাবের দুঃসময়ের জন্য ক্ষুব্ধ সমর্থকরা এমবাপেকে দোষারোপ করছেন।

সম্প্রতি তারা ব্যানারে এমবাপের মা ফায়জা লামারির বিরুদ্ধে আক্রমণাত্মক বার্তা লিখে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন। এক ব্যানারে লেখা ছিল, “ফায়জা, গ্রামের লোকজন এখন সমস্যায়।” এটি সরাসরি এমবাপ্পের মায়ের প্রতি একটি তীর্যক মন্তব্য।

তবে ক্লাব প্রেসিডেন্ট জিয়াদ হামুদ মালিক পক্ষের সমর্থনে দাঁড়িয়েছেন। তিনি ফরাসি সংবাদমাধ্যম কে বলেন, “এখনো ১৩টি ম্যাচ বাকি, অনেক পয়েন্ট জেতার সুযোগ আছে। আমাদের জন্য প্রতিটি ম্যাচ বিশ্বকাপ ফাইনাল।”

তিনি আরও যোগ করেন, “আমরা হয়তো যথেষ্ট ভালোভাবে যোগাযোগ করতে পারিনি, এটি আমার স্বীকারোক্তি। তবে শেয়ারহোল্ডারদের বিচ্ছিন্ন বলে সমালোচনা করা ঠিক নয়। তাঁরা প্রকৃত ফুটবলপ্রেমী এবং পুরোপুরি নিবেদিত। এই প্রকল্পে নিজেদের অর্থ বিনিয়োগ করেছেন তাঁরা।”

২০২৫ সালের শুরুতে কাঁ ক্লাব পারফরম্যান্স খারাপ হওয়ায় কোচ নিকোলাস সেউবেকে বরখাস্ত করা হয়। তাঁর জায়গায় আসেন পর্তুগিজ কোচ ব্রুনো বালতাজার। কিন্তু তাঁর অধীনে টানা পাঁচ ম্যাচ হারায় ক্লাবটি এখন লিগের তলানিতে রয়েছে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments