Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটক্লার্কের সেঞ্চুরিতে খুলনাকে হারাল চিটাগং

ক্লার্কের সেঞ্চুরিতে খুলনাকে হারাল চিটাগং

বিপিএলে চট্টগ্রাম কিংস ৪৫ রানে হারিয়েছে খুলনা টাইগার্সকে। গ্রাহাম ক্লার্কের দুর্দান্ত সেঞ্চুরিতে ২০০ রানের বিশাল স্কোর করে চট্টগ্রাম। লক্ষ্য তাড়ায় খুলনার ব্যাটাররা ব্যর্থ হন বড় ইনিংস খেলতে। সর্বোচ্চ ৩৭ রান আসে রাসুলির ব্যাট থেকে, দল থামে ৯ উইকেটে ১৫৫ রানে।

টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে উসমান খানকে হারালেও ক্লার্ক ও পারভেজ ইমনের ১২৮ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় দলটি। ইমন ২৯ বলে ৩৯ রান করেন, আর ক্লার্ক ৫০ বলে ১০১ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল সাতটি চার ও ছয়টি ছক্কা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে চট্টগ্রামের স্কোর দাঁড়ায় ২০০/৭। খুলনার পক্ষে সালমান ইরশাদ ও মোহাম্মদ নওয়াজ নেন তিনটি করে উইকেট।

জবাবে খুলনা শুরু থেকেই বিপদে পড়ে। ওপেনার ডম সিবলির দ্রুত বিদায়ের পর নাঈম শেখ ও মিরাজ ছোট ছোট ইনিংস খেললেও বড় কিছু করতে পারেননি। মিরাজ ৮ বলে ১৯, আর নাঈম করেন ১৫ বলে ২০। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান আসে রাসুলির ব্যাট থেকে। এছাড়া নওয়াজ ২৫ রান করেন। একপর্যায়ে ৭১ রানে ৫ উইকেট হারানো খুলনা আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান তুলতে সক্ষম হয় তারা।

চট্টগ্রামের হয়ে আরাফাত সানি তিন উইকেট শিকার করেন। ক্লার্কের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই ম্যাচটি নিজেদের করে নেয় চট্টগ্রাম কিংস।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments