প্রতিপক্ষের মাঠে শুরুতে লেগানেসের চাপ সামলেও দ্রুত দুইবার জালের দেখা পেয়েছিল রিয়াল মাদ্রিদ। লুকা মদ্রিচ ও এন্দ্রিকের গোল তাদের এগিয়ে দিলেও ধরে রাখতে পারেনি সেই লিড। দুই অর্ধে হুয়ান ক্রুসের জোড়া গোলে সমতা ফেরায় লেগানেস।
ম্যাচ অতিরিক্ত সময়ের দিকে গড়ানোর শঙ্কা যখন তৈরি হচ্ছিল, ঠিক তখনই বদলি নেমে দলের ত্রাণকর্তা হয়ে ওঠেন ২০ বছর বয়সী গন্সালো গার্সিয়া। ৯৩তম মিনিটে দারুণ এক শটে রিয়ালের জার্সিতে নিজের প্রথম গোলটি করে কোপা দেল রের সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত করেন এই তরুণ ফরোয়ার্ড।
ইনজুরির ধাক্কা সামলে রিয়ালের জয়
হালকা চোটের কারণে এই ম্যাচে ছিলেন না কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম। চোটের কারণে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন বাইরে। প্রথমার্ধে বেঞ্চে রাখা হয়েছিল ভিনিসিউস জুনিয়রকেও।
তবে এই অনুপস্থিতি কাটিয়েও মাঠের লড়াইয়ে দাপট দেখিয়েছে আনচেলত্তির দল। দ্বিতীয়ার্ধে লেগানেস বেশ কয়েকবার রিয়ালের রক্ষণে আক্রমণ করলেও গোলকিপার থিবো কুর্তোয়ার দৃঢ়তায় তারা আর গোলের দেখা পায়নি।
কোপা দেল রের সেমি-ফাইনালে উঠতে এবারও দৃঢ়তা দেখিয়ে নিজেদের শিরোপা প্রত্যাশার বার্তা দিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
শুরুতে প্রতিপক্ষের চাপ সামলেও দুই গোল করে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু লেগানেস সমতা ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলে। অতিরিক্ত সময়ের পথে এগোতে থাকা ম্যাচে বদলি নেমে জয়সূচক গোল করেন তরুণ ফরোয়ার্ড গন্সালো গার্সিয়া। তার অসাধারণ হেডে কোপা দেল রের সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত করে কার্লো আনচেলত্তির দল।
লেগানেসের চাপ সামলিয়ে রিয়ালের লড়াই
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লেগানেস। প্রথম আট মিনিটে চারটি শট নেয় তারা। অস্কার রদ্রিগেসের শট দক্ষতার সঙ্গে রুখে দেন রিয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিন।
রিয়াল প্রথম সুযোগ পায় ত্রয়োদশ মিনিটে। ব্রাহিম দিয়াসের পাস থেকে এন্দ্রিক দুর্বল শট নেন, যা সহজেই ঠেকান লেগানেস গোলরক্ষক।
১৮তম মিনিটে লুকা মদ্রিচের গোলে লিড নেয় রিয়াল। রদ্রিগোর পাস ধরে ডান পায়ের দারুণ শটে গোল করেন ক্রোয়াট মিডফিল্ডার। কোপা দেল রেতে এবার তিন ম্যাচে দুই গোল করলেন ৩৯ বছর বয়সী এই তারকা।
২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার এন্দ্রিক। সতীর্থের পাস থেকে ছয় গজ বক্সের বাইরে থেকে গোল করেন তিনি। আসরে এটি তার তৃতীয় গোল।
৩৯তম মিনিটে হুয়ান ক্রুসের পেনাল্টি গোলে ব্যবধান কমায় লেগানেস। দ্বিতীয়ার্ধের শুরুতে রদ্রিগোর বদলি নামেন ভিনিসিউস জুনিয়র। তবে সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন তিনি ও এন্দ্রিক।
৫৯তম মিনিটে ক্রুসের দ্বিতীয় গোলে সমতায় ফেরে লেগানেস। তার শট ফেরলদ মদিঁর পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
নাটকীয় জয়ের নায়ক গার্সিয়া
ম্যাচের নির্ধারিত সময়ের শেষদিকে একের পর এক সুযোগ মিস করে রিয়াল। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে বদলি নেমে গার্সিয়া জয়সূচক গোল করেন। ব্রাহিমের ক্রসে ছয় গজ বক্স থেকে লাফিয়ে হেড করেন এই ২০ বছর বয়সী তরুণ।
লিগের লড়াইয়ে পরবর্তী চ্যালেঞ্জ
এই জয় নিয়ে কোপা দেল রের সেমিতে উঠলেও রিয়াল মাদ্রিদের মনোযোগ এখন লা লিগায়। আগামী শনিবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সান্তিয়াগো বের্নাবেউয়ে মুখোমুখি হবে আনচেলত্তির দল।