Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলগেতাফেকে উড়িয়ে কোপা দেল রে সেমিতে আতলেতিকো

গেতাফেকে উড়িয়ে কোপা দেল রে সেমিতে আতলেতিকো

লা লিগায় শীর্ষস্থানীয় দলের লড়াইয়ের আগে দুর্দান্ত এক জয়ে আত্মবিশ্বাস বাড়াল আতলেতিকো মাদ্রিদ। মঙ্গলবার রাতে ঘরের মাঠে গেতাফেকে ৫-০ গোলে উড়িয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে দিয়েগো সিমেওনের দল।

ম্যাচে জোড়া গোল করেছেন কোচ সিমেওনের ছেলে জুলিয়ানো সিমেওনে। বাকি তিন গোল এসেছে আনহেল কোররেয়া, সামু লিনো এবং আলেকসান্দার সরলথের পা থেকে।

ম্যাচের শুরুতেই আতলেতিকো দাপট দেখাতে শুরু করে। আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ানো ১৭ মিনিটের মধ্যেই জোড়া গোল করে দলকে চালকের আসনে বসান। এরপর আতলেতিকো আর পেছনে ফিরে তাকায়নি।

দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে গোল করে হ্যাটট্রিকের আনন্দে মাতলেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয় জুলিয়ানোর। তবে তার পারফরম্যান্সে খুশি সমর্থকরা। ৬১তম মিনিটে বিশাল করতালির মধ্যে মাঠ ছাড়েন তিনি।

ম্যাচ শেষে জুলিয়ানো বলেন, “গেতাফের বিপক্ষে এই লড়াই খুব কঠিন ছিল। তবে আমি গোল পেয়ে আনন্দিত। আমার অনেক উন্নতি করার বাকি আছে। এগিয়ে যেতে চাই সেসব ত্রুটিতে কাজ করে।”

আগামী শনিবার লা লিগার হাইভোল্টেজ ম্যাচে আতলেতিকোর মুখোমুখি হবে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। পয়েন্ট তালিকায় ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আতলেতিকো। চূড়ায় থাকা রিয়ালের সংগ্রহ ১ পয়েন্ট বেশি।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments