Wednesday, April 30, 2025
spot_img
হোমফুটবলজমজমাট লড়াই শেষে শিরোপার হাসি হাসল বার্সেলোনা

জমজমাট লড়াই শেষে শিরোপার হাসি হাসল বার্সেলোনা

সেভিয়ায় অনুষ্ঠিত কোপা দেল রে’র উত্তপ্ত ফাইনালে জমজমাট লড়াই শেষে শিরোপার হাসি হাসল বার্সেলোনা। সারা ম্যাচ জুড়ে দারুণ নাটকীয়তার পর শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে নিজেদের ৩২তম কোপা দেল রে শিরোপা নিশ্চিত করল তারা। কিলিয়ান এমবাপে মাঠে নেমে রিয়াল মাদ্রিদকে কিছুটা চাঙ্গা করলেও শেষ রক্ষা হয়নি।

প্রথমার্ধে বল দখল আর নিয়ন্ত্রিত আক্রমণে এগিয়ে ছিল বার্সেলোনা। পেদ্রির দারুণ এক গোলে প্রথম এগিয়ে যায় হান্সি ফ্লিকের দল। তবে দ্বিতীয়ার্ধে মাত্র কয়েক মিনিটের মধ্যে রিয়াল ফিরিয়ে দেয় ম্যাচের মোড়। সরাসরি ফ্রি-কিক থেকে এমবাপের অসাধারণ গোলে সমতায় ফেরার পর কিছুক্ষণের মধ্যেই অহেলিয়া চুয়ামেনির হেডে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। সেই মুহূর্তে রিয়ালকেই বেশি শক্তিশালী মনে হচ্ছিল।

তবে হাল ছাড়েনি বার্সা। ম্যাচের শেষ দশ মিনিটে ফেররান তোরেসের বুদ্ধিদীপ্ত গোলে সমতা ফেরে। অতিরিক্ত সময়ে যখন মনে হচ্ছিল শিরোপার ভাগ্য টাইব্রেকারে গড়াবে, তখনই দুর্দান্ত এক পাল্টা আক্রমণে বার্সাকে এগিয়ে দেন জুল কুন্দে। তাঁর দুর্দান্ত শটে হতবাক হয়ে যায় রিয়ালের রক্ষণ।

ম্যাচের আগে থেকেই উত্তপ্ত আবহ তৈরি হয়েছিল রেফারিং বিতর্ক নিয়ে। রিয়াল মাদ্রিদ ম্যাচের আগের দিন রেফারি পরিবর্তনের দাবি জানালেও তা গৃহীত হয়নি। অনুশীলন এবং সংবাদ সম্মেলন বর্জন করে তারা মাঠে নামে। ফলে মাঠের লড়াইয়ের বাইরেও ছিল বাড়তি উত্তাপ।

ম্যাচের শুরুটা অবশ্য বেশ নিরীহ ছিল। বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকা বার্সেলোনা সুযোগ সৃষ্টি করছিল, তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় কিছুটা সময়। ২৮তম মিনিটে ইয়ামালের দারুণ পাস থেকে সুযোগ পেয়ে জালের ঠিকানা খুঁজে নেন পেদ্রি। প্রথমার্ধে বার্সার চাপেই কাঁপছিল রিয়াল। একবার জুড বেলিংহ্যাম বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের দৃশ্যপট বদলে দেন এমবাপে। তার নেতৃত্বে রিয়াল একের পর এক আক্রমণ গড়ে তোলে। এমবাপে নিজে অসাধারণ ফ্রি-কিকে গোল করেন এবং পরে কর্নার থেকে চুয়ামেনি হেডে এগিয়ে দেন দলকে। তবে ফেররান তোরেসের দারুণ গোলে আবার সমতায় ফেরে বার্সা।

যোগ করা সময়ে নাটকীয়তার মাত্রা আরও বাড়ে। পেনাল্টির আবেদনে উত্তাল হয় বার্সা, কিন্তু ভিএআর দেখে সিদ্ধান্ত পরিবর্তন করে রেফারি। উল্টো ডাইভের জন্য রাফিনিয়া দেখেন হলুদ কার্ড। অতিরিক্ত সময়ের খেলার গতি কিছুটা কমে এলেও শেষ হাসি হাসে কাতালানরা। ম্যাচের ১১৬তম মিনিটে ব্রাহিম দিয়াসের ভুল পাস কুন্দে কাবু করে এগিয়ে দেন বার্সেলোনাকে। এরপর এমবাপে প্রাণপণ চেষ্টা করলেও বার্সার রক্ষণভাগ আর ভাঙেনি।

এই শিরোপার মধ্য দিয়ে মৌসুমের প্রথম বড় ট্রফি নিজেদের ঝুলিতে তুলল বার্সেলোনা। সামনে এখন তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জেতা। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার পর কোপা দেল রে-তেও ব্যর্থ হওয়ায় রিয়াল মাদ্রিদের সামনে এখন একমাত্র সম্ভাবনা লা লিগায়, যেখানে তারা পিছিয়ে আছে বার্সেলোনার থেকে চার পয়েন্টে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments