Tuesday, April 29, 2025
spot_img
হোমক্রিকেটজয় দিয়ে ডিপিএল শেষ করলো লিজেন্ডস অব রূপগঞ্জ

জয় দিয়ে ডিপিএল শেষ করলো লিজেন্ডস অব রূপগঞ্জ

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ ম্যাচে দারুণ জয় নিয়ে আসর শেষ করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শেষ ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন মেহেদী মারুফ, অপরাজিত সেঞ্চুরিতে তিনিই ছিলেন রূপগঞ্জ জয়ের মূল নায়ক। আর সাইফ হাসান খেলেছেন কার্যকর একটি হাফ সেঞ্চুরি।

ম্যাচে প্রথমে ব্যাট করে গুলশান অলআউট হয় ২৩২ রানে। ওপেনিংয়ে ভালো সূচনা করলেও (৪৩ রান), মাঝপথে নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। গুলশানের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করেন নাইম ইসলাম, আর মইনুল ইসলামের ব্যাট থেকে আসে ৪৪ রান।

রূপগঞ্জের হয়ে বল হাতে সফল ছিলেন স্বাধীন ইসলাম—তিনটি উইকেট তুলে নেন। এছাড়া দুটি করে উইকেট শিকার করেন আব্দুল হালিম ও সৌম্য সরকার। একটি উইকেট পান শেখ মেহেদী।

২৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রূপগঞ্জ শুরুটা ভালো করতে পারেনি। তানজিদ হাসান তামিম আউট হন মাত্র ১২ রানে। এরপর কোনো রান না করেই বিদায় নেন সৌম্য সরকার। চাপের মুহূর্তে দলের হাল ধরেন সাইফ হাসান ও মেহেদী মারুফ। তাদের তৃতীয় উইকেট জুটিতে আসে গুরুত্বপূর্ণ ৮৬ রান, যা জয়ের ভিত গড়ে দেয় রূপগঞ্জের জন্য।

৬৩ রান করে সাইফ আউট হলেও মারুফ ছিলেন একদম শেষ পর্যন্ত। চতুর্থ উইকেটে আফিফ হোসেন ধ্রুবর সঙ্গে গড়েন কার্যকর জুটি, আফিফ করেন ৩৭ রান। পরে অধিনায়ক আকবর আলীকে সঙ্গে নিয়ে রূপগঞ্জকে ৫৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে দেন মারুফ।

মেহেদী মারুফ ১১৩ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংসে অপরাজিত থাকেন। গুলশানের হয়ে শাহাদত হোসেন ২টি উইকেট নেন, আর একটি করে পান রায়হান আলী ও নিহাদ উজ্জামান।

এই জয়ে লিগের পয়েন্ট টেবিলে ৬ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করল লিজেন্ডস অব রূপগঞ্জ।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments