বার্সেলোনায় রাফিনিয়ার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন চলছিল দীর্ঘদিন ধরেই। তবে এবার ব্রাজিলিয়ান তারকা নিজেই জানালেন, সাবেক কোচ জাভি হার্নান্দেজ ও বর্তমান কোচ হান্সি ফ্লিকের অবদানের কারণেই বার্সায় থাকার সিদ্ধান্ত নেন তিনি।
ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনিয়া বলেন, “গত মৌসুমে আমার বিদায়ের অনেক গুঞ্জন ছিল। তবে জাভি বারবার আমাকে বলেছেন যে তিনি আমার ওপর আস্থা রাখছেন। তিনি যদি বার্সার কোচ না থাকতেন, তবে হয়তো আমি এই স্বপ্নের জার্সি পরতাম না।”
বর্তমান কোচ হান্সি ফ্লিকের প্রশংসাও করেন রাফিনিয়া। তিনি বলেন, “ফ্লিকের নিয়োগ চূড়ান্ত হওয়ার পর তিনি আমাকে ফোন করেছিলেন। তখনই বলেছিলেন যে আমাকে তার পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন, যদিও তখনো তিনি আমাকে অনুশীলন করতেও দেখেননি। তার এই ভরসাই আমাকে বার্সায় থাকার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে।”
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন রাফিনিয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি করেছেন ২৩টি গোল, দিয়েছেন ১৫টি অ্যাসিস্ট। গত মৌসুমে লা লিগায় মাত্র ১৭টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। এখন বার্সেলোনার অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছেন তিনি।