জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটে ২০ এপ্রিল শুরু হতে যাওয়া ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব। সাদা বলে বাংলাদেশের হয়ে নিয়মিত খেলা এই পেসার এবার ডাক পেলেন সাদা পোশাকের ক্রিকেটে। যদিও দলে নেই আরেক পেসার তাসকিন আহমেদ। নির্বাচকরা তাঁকে দিয়েছেন বিশ্রাম।
দীর্ঘদিন পর লাল বলের স্কোয়াডে ফিরেছেন নাহিদ রানা। পাশাপাশি দলে রাখা হয়েছে সীমিত ওভারের ক্রিকেট থেকে বিদায় নেওয়া অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকেও। স্কোয়াডে জায়গা পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। অধিনায়কত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং তাঁর ডেপুটি হিসেবে আছেন অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট খেলবে টাইগাররা। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, শুরু ২০ এপ্রিল। এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৮ এপ্রিল, নতুন নাম পাওয়া চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে—যার পূর্বনাম ছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
উভয় দলই প্রথম টেস্টের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে বাংলাদেশ দল তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে সাজানো, অন্যদিকে জিম্বাবুয়ের দলটিও বেশ কিছু চেনা মুখ ও প্রতিভাবান তরুণদের নিয়ে তৈরি। ফলে সিরিজটি হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, এমনটাই আশা করছে ক্রিকেটপ্রেমীরা।
একনজরে দুই দলের স্কোয়াড
বাংলাদেশ (১ম টেস্ট) : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।
জিম্বাবুয়ে : ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাদাফজোয়া টিসিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।