Thursday, April 24, 2025
spot_img
হোমফুটবলটটেনহ্যাম ছাড়ার আভাস দিলেন রোমেরো, গন্তব্য কি মাদ্রিদ?

টটেনহ্যাম ছাড়ার আভাস দিলেন রোমেরো, গন্তব্য কি মাদ্রিদ?

টটেনহ্যাম হটস্পারের আর্জেন্টাইন তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো নিজের ভবিষ্যৎ নিয়ে এক মন্তব্যে চর্চার জন্ম দিয়েছেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “আমি সবসময়ই উন্নতি করতে চাই, আর নতুন জায়গা খুঁজছি যেখানে নিজেকে আরও বিকশিত করতে পারব।” এই মন্তব্যেই যেন স্পষ্ট হয়ে উঠেছে, মৌসুম শেষে ক্লাব বদলের কথা ভাবছেন তিনি।

২০২১ সালে ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে প্রায় ৪২ মিলিয়ন পাউন্ডে টটেনহ্যামে যোগ দেন রোমেরো। এরপর থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেকে একজন শীর্ষস্থানীয় সেন্টারব্যাক হিসেবে প্রতিষ্ঠিত করলেও, সাম্প্রতিক সময়ে চোট এবং ফর্মের কারণে কিছুটা ব্যাকফুটে ছিলেন তিনি। তবে ইউরোপা লিগে দলের পারফরম্যান্সে নেতৃত্ব দিতে বদ্ধপরিকর এই ডিফেন্ডার।

এখন ইউরোপা লিগের সেমিফাইনালে বডো/গ্লিমটের বিপক্ষে প্রস্তুতি নিচ্ছে টটেনহ্যাম, আর রোমেরোও চান মৌসুমটা জয়ে রাঙিয়ে শেষ করতে। তবে মৌসুম শেষে কী হবে, তা নিয়ে এখনই কিছু নিশ্চিত করেননি তিনি।

তবে “নতুন জায়গা খোঁজার” বক্তব্যে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের কানে পৌঁছেছে স্পষ্ট বার্তা—রোমেরোর প্রতি আগ্রহ থাকলে এখনই সময় এগিয়ে আসার!

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments