Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কনস্টাসকে চান হেড

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কনস্টাসকে চান হেড

শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্টেও একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম স্যাম কনস্টাসের। প্রথম টেস্টে তার জায়গায় ইনিংস শুরু করা ট্রাভিস হেডই খাওয়াজার সঙ্গী হিসেবে ওপেন করতে পারেন। তবে হেডের বিশ্বাস, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফের নিজের জায়গা ফিরে পাবেন কনস্টাস।

সম্প্রতি ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টে ওপেন করে নজর কাড়েন কনস্টাস। বড় ইনিংস খেলতে না পারলেও একটি ফিফটি করেন এবং তার ভয়ডরহীন ব্যাটিং বেশ প্রশংসিত হয়।

গলে প্রথম টেস্টে কনস্টাসের পরিবর্তে ওপেনিংয়ে নামেন হেড। ৪০ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলে দলের বড় স্কোরে অবদান রাখেন তিনি। এশিয়ার মাটিতে নিজেদের সর্বোচ্চ ৬ উইকেটে ৬৫৪ রান করে অস্ট্রেলিয়া ইনিংস ব্যবধানে ম্যাচ জিতে নেয়।

আগামী জুনে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভিন্ন ব্যাটিং অর্ডারের আভাস দিয়েছেন অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

সংবাদমাধ্যমে হেড জানান, “সম্ভবত ফাইনালে আমি মিডল অর্ডারে ফিরে যাব এবং স্যাম ওপেন করবে। তবে আমি খুশি যে, আমি নির্বাচক নই! জশ দারুণ শুরু করেছে, গ্রিনি ফিট থাকবে—সবাইকে একাদশে রাখা কঠিন হবে। কিন্তু আমরা এটাই চাই।”

অস্ট্রেলিয়ার দলের ভেতরে এমন প্রতিযোগিতামূলক পরিস্থিতিকে ইতিবাচক বলেই মনে করছেন হেড। “প্রতি টেস্টে নিজের জায়গা ধরে রাখার লড়াইটা চাপ তৈরি করে। এটাই আমাদের শক্তি, যেখানে সাত-আট জন ব্যাটসম্যান নিয়ে আলোচনা সম্ভব।”

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments