এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগেই জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তবে এই ম্যাচে ভারত না থাকায় বড় অঙ্কের লোকসানের মুখোমুখি হতে যাচ্ছে ঐতিহ্যবাহী লর্ডস স্টেডিয়াম।
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফাইনালে ভারত না থাকায় লর্ডস কর্তৃপক্ষ (মেরিলিবোন ক্রিকেট ক্লাব – এমসিসি) প্রায় ৬৩ কোটি টাকা (৪০ লাখ পাউন্ড) লোকসান গুনতে চলেছে। এমসিসি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উন্মাদনার কথা মাথায় রেখে শুরুতে প্রিমিয়াম দামে টিকিটের মূল্য নির্ধারণ করেছিল। কিন্তু ভারত ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় চাহিদা কমে গেছে, ফলে তাদের মূল্যও কমাতে হয়েছে।
প্রাথমিকভাবে নির্ধারিত দামের চেয়ে কমিয়ে লর্ডসে ১১-১৫ জুন অনুষ্ঠেয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট ৪০ থেকে ৯০ পাউন্ডে বিক্রি করা হবে। এমসিসি কর্তৃপক্ষ বলেছে, যারা এর আগে উচ্চ মূল্যে টিকিট কিনেছিলেন, তাদের টাকার কিছু অংশ ফেরত দেওয়া হবে।
এবারের চক্রে ফাইনালে ওঠা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তবে দর্শকদের আগ্রহের দিক থেকে ভারত-আর্জেন্টিনা বা ভারত-অস্ট্রেলিয়ার মতো হাইভোল্টেজ লড়াইয়ের তুলনায় এই ম্যাচে উন্মাদনা কিছুটা কম থাকবে বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতি আবারও প্রমাণ করল, আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের অর্থনৈতিক প্রভাব কতটা গভীর। লর্ডস কর্তৃপক্ষও স্বীকার করেছে, ভারতের অংশগ্রহণ ধরা হয়েই টিকিটের দাম নির্ধারণ করা হয়েছিল। তবে বাস্তবে ভারত না থাকায় গ্যালারির দর্শকসংখ্যা কমার আশঙ্কা তৈরি হয়েছে, ফলে অর্থনৈতিকভাবে বড় ক্ষতির মুখে এমসিসি।