পারভেজ হোসেনের দুর্দান্ত সেঞ্চুরিতে ৫ উইকেটে জয় পেয়েছে আবাহনী লিমিটেড! অন্য ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরির দেখা পেয়েছেন ইরফান শুক্কুর, সাব্বির হোসেন ও ইমরুল কায়েস। ব্যাট-বলের রোমাঞ্চে জমে উঠেছে ঢাকা প্রিমিয়ার লিগ!
আবাহনী বনাম ধানমন্ডি: পারভেজের ঝড়ো ইনিংস
মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০১ রান করে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করেন ফজলে মাহমুদ, আর ৫৭ রান করেন জিয়াউর রহমান। আবাহনীর হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন নাহিদ রানা ও রকিবুল হাসান।
২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়ে যায় আবাহনী (৭৫/৪)। তবে এক প্রান্ত ধরে রেখে পারভেজ হোসেন ১২৪ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার ১৩৩ বলের ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ১৩টি চার। মোসাদ্দেক হোসেনের ৫৪ রানের ইনিংসও ছিল গুরুত্বপূর্ণ।
ফল: আবাহনী লিমিটেড ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: পারভেজ হোসেন
তিন সেঞ্চুরি, রানবন্যায় জমজমাট প্রাইম ব্যাংক বনাম অগ্রণী ব্যাংক ম্যাচ
বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংকের ৩২১ রানের বিশাল সংগ্রহ। ওপেনার সাব্বির হোসেন ১০২ রান করেন, এরপর ইরফান শুক্কুরের অপরাজিত ১০৭ রান দলের বড় সংগ্রহ গড়তে সাহায্য করে।
জবাবে দুর্দান্ত শুরু করে অগ্রণী ব্যাংক, একপর্যায়ে ২০৩/১! তবে সেখান থেকে মাত্র ৮৪ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ২৮৭ রানে অলআউট হয়ে যায় তারা।
অগ্রণীর হয়ে লড়াই করেন ইমরুল কায়েস, তার ১১৬ রানের অসাধারণ ইনিংসও দলকে জেতাতে পারেনি।
ফল: প্রাইম ব্যাংক ৩৪ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ইরফান শুক্কুর