জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবালকে নিয়ে নতুন গুঞ্জন উঠেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফেরার সম্ভাবনা থাকলেও, দেশের সেরা ওপেনার সিদ্ধান্ত নিতে আরও কিছু সময় নিতে চান। বর্তমানে ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে সিলেটে অবস্থান করছেন তামিম। সেখানেই বুধবার জাতীয় দলের নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে তার আলোচনা হয়। তবে তামিম এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি, এবং পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেবেন বলে জানান লিপু।
লিপু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বৈঠকটি ছিল খুবই সৌহার্দ্যপূর্ণ এবং তারা নানা বিষয়ে আলোচনা করেছেন। বিশেষত, খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করা গুরুত্বপূর্ণ বিষয়, যা সিদ্ধান্ত গ্রহণের আগে সাবধানে ভাবতে হয়। “এমন বড় সিদ্ধান্ত একদিনে নেওয়া সম্ভব নয়,” বলেন প্রধান নির্বাচক।
আগামী রোববারের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে হবে বিসিবিকে, তবে দল ঘোষণা করার পরও এক মাস সময় রয়েছে পরিবর্তন আনার।
এদিন তামিমের সঙ্গে আলোচনা করতে সিলেটে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক লিপু, এবং বাকি দুই নির্বাচক আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। দীর্ঘ সময় আলোচনা চললেও, তামিমের দলে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে তামিমকে ফেরার অনুরোধ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। এরপর নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে।