মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তীব্র শীত আর কুয়াশার মাঝেও দারুণ দাপট দেখিয়ে ৮ উইকেটে বরিশালকে হারিয়েছে ২০১৭ সালের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। ৫ ওভার হাতে রেখেই টার্গেট পার করে একপেশে জয় তুলে নেয় রংপুর।
১৫ রানে ২ উইকেট হারালেও অ্যালেক্স হেলস ও সাইফ হাসানের অবিচ্ছিন্ন ১১৩ রানের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ৪১ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন হেলস, আর সাইফ খেলেন ৪৬ বলে ৬২ রানের অনবদ্য ইনিংস।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ঝোড়ো শুরু করেন, মাত্র ১৮ বলে করেন ২৮ রান। কিন্তু দ্রুত উইকেট হারিয়ে পথ হারায় বরিশাল। নাজমুল হোসেন ও তাওহিদ হৃদয়ের আউটের পর তামিমও বিদায় নিলে শেষ ৯ উইকেট পড়ে যায় মাত্র ৮২ রানে।
রংপুরের বোলার খুশদিল শাহ ১৮ রানে ৩ উইকেট নেন, ইফতেখার আহমেদ ও নাহিদ রানা নেন ২টি করে।
মুশফিকুর রহিমের হাতে চোট বরিশালের জন্য বাড়তি চিন্তার কারণ হলেও কোচ মিজানুর রহমান নিশ্চিত করেছেন এটি গুরুতর নয়।