থিসারা পেরেরার অপরাজিত সেঞ্চুরিও ঢাকা ক্যাপিটসকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেনি। বিপিএলে খুলনা টাইগার্সের বিপক্ষে ২০ রানে হেরে চলতি আসরে টানা তিন ম্যাচে হারল দলটি। আগে ব্যাট করে আবু হায়দার রনির শেষের ঝড়ো ইনিংসে ভর করে খুলনা ৮ উইকেটে ১৭৩ রান তুলে।
জবাবে ব্যাট করতে নেমে ঢাকার শুরুটাই ছিল হতাশাজনক। মাত্র ৪০ রান তুলতেই ৫ উইকেট হারায় তারা। আবারও ব্যর্থ হন লিটন দাস, যিনি করেন মাত্র ২ রান। শূন্য রানে ফেরেন স্টিভেজ এস্কিনাজি, শাহাদাত হোসেন দিপু ৩ এবং শুভম রঞ্জন আউট হন মাত্র ৬ রানে। খুলনার হয়ে মেহেদী হাসান মিরাজ ৩টি এবং আবু হায়দার রনি ২টি উইকেট শিকার করেন।
তবে একমাত্র থিসারা পেরেরা প্রতিরোধ গড়ে তুলেন। চতুরাঙ্গা ডি সিলভাকে নিয়ে ইনিংস সামলানোর চেষ্টা করেন ঢাকার অধিনায়ক। ৩৯ বলে হাফ সেঞ্চুরি তোলার পরও তার আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত ছিল। শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে চার মেরে সেঞ্চুরি করেন থিসারা, অপরাজিত থাকেন ১০০ রানে। কিন্তু তার চেষ্টা দলের হার এড়াতে যথেষ্ট ছিল না।