ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরির স্বাদ নিতে উইকেটরক্ষক-ব্যাটার বেছে নিলেন বড় মঞ্চ, তাও আবার রেকর্ড গড়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরেন্দর শেবাগের সঙ্গে যৌথভাবে দ্রুততম শতকের মালিক এখন জশ ইংলিশ। ইংলিসের স্মরণীয় দিনে ইতিহাস গড়ল তার দল অস্ট্রেলিয়াও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান তাড়া করে জেতার পাশাপাশি টুর্নামেন্টে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ল তারা।
শনিবার চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপের ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে অজিরা। ১৫ বল হাতে রেখে ৫ উইকেটের ব্যবধানে জিতে আসরে শুভ সূচনা করেছে দলটি।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ইংলিশরা পায় ৮ উইকেটে ৩৫১ রানের বিশাল পুঁজি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে তারা। কিন্তু তাদের অর্জন টিকল মাত্র কয়েক ঘণ্টা। অসাধারণ লক্ষ্য তাড়ায় ৪৭.৩ ওভারে ৫ উইকেটে ৩৫৬ রান তুলে উল্লাসে মাতল অস্ট্রেলিয়া।
অজিদের জয়ের নায়ক ইংলিস ছক্কা মেরে শেষ করে দেন ম্যাচ। পাঁচে নেমে মাত্র ৭৭ বলে সেঞ্চুরি ছুঁয়ে তিনি অপরাজিত থাকেন ১২০ রানে। ৮৬ বল মোকাবিলায় তার ব্যাট থেকে আসে আটটি চার ও ছয়টি ছক্কা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে ৭৭ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতের সাবেক ওপেনার শেবাগ। তিনি ২০০২ সালের আসরে কলম্বোতে শতরান করেছিলেন ইংল্যান্ডেরই বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৫১/৮ (ডাকেট ১৬৫, রুট ৬৮; ডোয়ারশিস ৩/৬৬, লাবুশেন ২/৪১, জাম্পা ২/৬৪)।
অস্ট্রেলিয়া: ৪৭.৩ ওভারে ৩৫৬/৫ (ইংলিস ১২০*, ক্যারি ৬৯, শর্ট ৬৩, লাবুশেন ৪৭; রশিদ ১/৪৩৭, লিভিংস্টোন ১/৪৭)।
ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জশ ইংলিস।