পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। স্কোয়াডে জায়গা পেয়েছেন দুই নতুন মুখ মুহাম্মদ আব্বাস এবং নিক কেলি। তবে স্কোয়াডে রাখা হয়নি নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে। ব্যস্ত সূচি ও ইনজুরির কারণে বাদ পড়েছেন আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার টম ল্যাথাম।
নিউজিল্যান্ড স্কোয়াডের অন্যতম চমক ২১ বছর বয়সী মুহাম্মদ আব্বাস। পাকিস্তানে জন্ম নেওয়া আব্বাস দেশটির সাবেক ক্রিকেটার আজহার আব্বাস হারাজের ছেলে। পরবর্তীতে পরিবারসহ নিউজিল্যান্ডে চলে আসার পর ঘরোয়া ক্রিকেটে ওয়েলিংটন ও অকল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় এই প্রতিশ্রুতিশীল অলরাউন্ডার।
অপরদিকে, অভিজ্ঞ ঘরোয়া ক্রিকেটার নিক কেলি প্রথমবারের মতো নিউজিল্যান্ড দলে জায়গা পেয়েছেন। সম্ভাবনা রয়েছে ওপেনার উইল ইয়ংয়ের সঙ্গে ইনিংসের সূচনা করার।
আইপিএলে খেলার কারণে স্কোয়াডে নেই মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। এছাড়া ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বাদ পড়েছেন কাইল জেমিসন। ইনজুরি কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় দলে রাখা হয়নি ম্যাট হেনরিকেও।
দলের পেস বিভাগে আছেন উইল ও’রউরকে, জ্যাকব ডাফি, বেন সিয়ার্স ও নাথান স্মিথ। অন্যদিকে, ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করা লেগ স্পিনার আদিত্য অশোক দলে ফিরেছেন। স্পিন আক্রমণে তাকে সহায়তা করবেন মাইকেল ব্রেসওয়েল।
নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচ হে, নিক কেলি, ড্যারিল মিচেল, উইল ও’রউরকে, বেন সিয়ার্স, নাথান স্মিথ, উইল ইয়ং।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৯ মার্চ, নেপিয়ারে।