লা লিগার উত্তপ্ত মাদ্রিদ ডার্বিতে নাটকীয় সমতা এনেছেন কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধে বিতর্কিত পেনাল্টিতে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ। ১-১ গোলে ম্যাচ শেষ করে লিগ শিরোপার লড়াইয়ে নিজেদের আশা জিইয়ে রেখেছে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের ৩৪ মিনিটে অ্যাতলেটিকো মাদ্রিদ এগিয়ে যায়। ভার রিভিউয়ের পর রেফারি অরেলিয়েন চুয়ামেনির একটি স্পর্শকে ফাউল ধরা হলে পেনাল্টি পায় আতলেতিকো। স্পট কিক থেকে আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ চিপ শটে বল জালে জড়ান।
প্রথমার্ধে নিষ্প্রভ থাকা রিয়াল দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে জেগে ওঠে। ৬১ মিনিটে দুর্বল শটে হলেও বল জালে পাঠান এমবাপ্পে, যা রিয়ালকে সমতা এনে দেয়। এরপর জুড বেলিংহামের একটি হেড ক্রসবারে লেগে ফিরে আসে। রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়রও গোলের সুযোগ পেলেও সফল হতে পারেননি।
শেষ মুহূর্তে আতলেতিকোও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে, তবে কোনো পক্ষই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। এই ড্রয়ের ফলে লা লিগার শিরোপা লড়াই আরও জমে উঠেছে। ২৩ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল রিয়াল, সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে অ্যাতলেটিকো। ২২ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা।