Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলবার্বাস্ত্রেওর বিপক্ষে দাপুটে জয়, শেষ ষোলোতে বার্সেলোনা

বার্বাস্ত্রেওর বিপক্ষে দাপুটে জয়, শেষ ষোলোতে বার্সেলোনা

কোপা দেল রের শেষ ৩২-এর ম্যাচে শনিবার রাতে চতুর্থ স্তরের দল বার্বাস্ত্রেওকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। দুই অর্ধে দুটি করে গোল করে জয় নিশ্চিত করে হান্সি ফ্লিকের দল। জয়ের ধারায় ফিরে নতুন বছর শুরু করেছে তারা।

গত মৌসুমে একই ধাপে বার্সেলোনার বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে লড়াই জমিয়ে তুলেছিল বার্বাস্ত্রেও। তবে এবার দলটি আক্রমণে তেমন সুবিধা করতে পারেনি, আর তাদের রক্ষণও ছিল নড়বড়ে।

বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন রবের্ত লেভানদোভস্কি। আর একটি গোল করেন এরিক গার্সিয়া, বাকি একটি তরুণ পাবলো তোরে।

ম্যাচের ২১তম মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রস থেকে রোনাল্ড আরাউহোর হেডে পেনাল্টি স্পটের কাছে বল পান গার্সিয়া। দুর্দান্ত হেডে জাল খুঁজে নেন তিনি। ১০ মিনিট পর তোরের ফ্রি কিকে হেড করেন লেভানদোভস্কি। বল প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাঁধে লেগে গোললাইন পেরিয়ে যায়।

বিরতির পর শুরুতেই লেভানদোভস্কি আরও একটি গোল করে ব্যবধান বাড়ান। ৪৭তম মিনিটে তোরের পাস পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন পোলিশ স্ট্রাইকার।

৫৪তম মিনিটে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন বার্বাস্ত্রেওর হাইমে আরা সাউকো। দু’মিনিট পর ভুল পাস ধরে তোরে গোল করে স্কোরলাইন ৪-০ করেন।

এর পরের ম্যাচে স্প্যানিশ সুপার কাপে আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments