ম্যাচ শুরুর ৫ মিনিটেই গোল হজম করেও পরে ঠিকই একের পর এক চমক দেখায় বার্সেলোনা। সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৫-২ গোলে দাপুটে জয় তুলে নেয় কাতালান ক্লাবটি।
এমবাপের গোলে পিছিয়ে পড়ার পরই আক্রমণে জ্বলে ওঠে বার্সা। প্রথমার্ধেই লামিনে ইয়ামাল, লেভানদোভস্কি, রাফিনিয়া ও বাল্দে গোল করেন। দ্বিতীয়ার্ধে রাফিনিয়া নিজের দ্বিতীয় গোল করে ম্যাচের সব অনিশ্চয়তা দূর করেন।
গোলরক্ষকের লাল কার্ড দেখার পরও বার্সার খেলোয়াড়দের মানসিকতা ও দারুণ খেলা উপহার দেওয়ায় মুগ্ধ কোচ হান্সি ফ্লিক বলেন, “দল, স্টাফ, সবাইকে নিয়ে আমি গর্বিত। আজকের জয় আমাদের অনেক আত্মবিশ্বাস জোগাবে।”
লিগের টানা ব্যর্থতা কাটিয়ে বছরের শুরু থেকে ম্যাচ জিততে শুরু করেছে বার্সেলোনা, এ ট্রফি জিতে বার্সা আবার নতুন করে শুরু করার ইঙ্গিত দিয়েছে। কোপা দেল রেতে আগামী বুধবার রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে তারা।