Friday, April 4, 2025
spot_img
হোমফুটবল'বার্সার ট্রেবল জয়ী দলে ইয়ামালের জায়গা পাওয়া সহজ নয়'

‘বার্সার ট্রেবল জয়ী দলে ইয়ামালের জায়গা পাওয়া সহজ নয়’

বার্সেলোনার কিংবদন্তি ডিফেন্ডার জেরার্ড পিকে সম্প্রতি লামিন ইয়ামালের বর্তমান ফর্ম নিয়ে কথা বলেছেন। তিনি মন্তব্য করেছেন, এই তরুণ উইঙ্গারের বর্তমান পারফরম্যান্স অসাধারণ হলেও বার্সার ঐতিহাসিক ট্রেবল জয়ী দলে জায়গা পাওয়া সহজ নয়।
২০০৮-০৯ মৌসুমে পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনা প্রথমবার ট্রেবল জিতেছিল। সেই দলের অন্যতম সদস্য ছিলেন পিকে। সেই সময় দলে ছিলেন লিওনেল মেসি, থিয়েরি অঁরি, ডেভিড ভিয়া এবং কার্লেস পুয়োলের মতো তারকারা।
পিকে বলেন, “আমার বার্সা? আমি বহু বছর সেখানে খেলেছি, বিভিন্ন দলের অংশ ছিলাম। তবে ট্রেবল জয়ী দলটিই ছিল বার্সার অন্যতম সেরা দল। সেই দলে জায়গা পাওয়াটা ছিল অত্যন্ত কঠিন। সেখানে মেসি, অঁরি, ভিয়া, এমনকি পুয়োলের মতো তারকারা ছিলেন।”
তবে ইয়ামাল, পাউ কুবার্সি এবং রাফিনিয়ার মতো বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের প্রশংসা করেছেন পিকে। তিনি বলেন, “এখন এই খেলোয়াড়দের প্রতিভা ও ইচ্ছাশক্তি রয়েছে। তবে তারা যদি বড় শিরোপা জিততে পারে, তখনই সেই কিংবদন্তি দলে জায়গা পাওয়ার যোগ্য হবে।”
১৭ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল এই মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ২০২৩-২৪ মৌসুমে বার্সেলোনা ও স্পেনের হয়ে ৩০ ম্যাচে ১১টি গোলসহ মোট ২৫টি গোল সহযোগিতায় অবদান রেখেছেন এই উদীয়মান তারকা।
RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments