ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ দিদিয়ে দেশম বিদায়ের সঙ্কেত দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, ২০২৬ সালের বিশ্বকাপের পর আর দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন না।
ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) মঙ্গলবার রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে। সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার তার চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন এবং বলেছেন, বিশ্বকাপ শেষে তার পথচলা শেষ হবে।
দেশম ২০১২ সালে ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব নেন এবং এরপর একাধিক সাফল্য অর্জন করেন, যার মধ্যে রয়েছে ২০১৮ সালের বিশ্বকাপ জয়, ২০২১ সালে ইউরো এবং ২০২২ কাতার বিশ্বকাপে ফাইনালে উঠা। তার কোচিংয়ে ফ্রান্স সর্বদা শীর্ষে থাকার চেষ্টা করেছে।
১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী দলের সাবেক সতীর্থ লরা ব্লাঁর উত্তরসূরি হিসেবে ২০১২ সালে ফ্রান্সের কোচ হিসেবে যোগ দেন দেশম। সেই থেকে এই দায়িত্বেই আছেন তিনি।