Tuesday, April 29, 2025
spot_img
হোমফুটবলবিদ্যুৎ বিভ্রাটে শঙ্কায় বার্সা-ইন্টার ম্যাচ

বিদ্যুৎ বিভ্রাটে শঙ্কায় বার্সা-ইন্টার ম্যাচ

স্পেনজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের ছায়া পড়তে চলেছে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম বড় মঞ্চ, চ্যাম্পিয়ন্স লিগেও। আগামী বুধবার বার্সেলোনার মাঠে ইন্টার মিলানের বিপক্ষে সেমি-ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন সেটি ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।

বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচ শুরুর কথা থাকলেও স্পেন ও পর্তুগালে সোমবারের ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট সব হিসাব-নিকাশ এলোমেলো করে দিয়েছে। শহরজুড়ে থমকে গেছে জনজীবন। গণপরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়েছে, দেখা দিয়েছে বিশাল যানজট, বিলম্বিত হয়েছে অসংখ্য ফ্লাইট। হাসপাতালে পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ট্রেন চলাচল এবং অন্যান্য জরুরি পরিষেবাতেও পড়েছে বড় প্রভাব। গ্রিড পুরোপুরি সচল হতে কয়েক ঘণ্টা সময় লাগবে বলেই ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বিমান চলাচলে তৈরি হওয়া বিশৃঙ্খলার কারণে বার্সা-ইন্টার ম্যাচ স্থগিত হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। ইন্টার মিলানের মঙ্গলবার বিকেলে স্পেনে পৌঁছানোর কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তাদের ভ্রমণ পরিকল্পনা ভেস্তে যেতে পারে কি না, তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়।

এরই মধ্যে বিভ্রাটের প্রভাব সরাসরি ভোগ করতে হয়েছে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তাকে। সুইজারল্যান্ডের নিয়নে উয়েফা যুব লিগের ফাইনাল দেখতে যাওয়ার পরিকল্পনা থাকলেও বিমান চলাচলের বিঘ্নের কারণে দুপুরের আগে কোনো ফ্লাইট ধরতে পারেননি তিনি।

এ বিদ্যুৎ বিপর্যয় ছায়া ফেলেছে টেনিসের মঞ্চেও। মাদ্রিদ ওপেনে সোমবার তৃতীয় রাউন্ডের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ স্থগিত হয়ে যায় বিদ্যুৎ বিভ্রাটের জন্য। দ্বিতীয় সেটে ৬-৪, ৫-৪ গেমে এগিয়ে থাকা অবস্থায় থেমে যায় গ্রিগর দিমিত্রভ ও জ্যাকব ফার্নলির ম্যাচ। পরে পরিস্থিতি অবনতির আশঙ্কায় আয়োজকরা পুরো দিনের ম্যাচ সূচি স্থগিতের ঘোষণা দেন।

সবমিলিয়ে, স্পেনজুড়ে চলমান বিদ্যুৎ সংকট এখন বড় ধরনের প্রভাব ফেলতে পারে ইউরোপিয়ান ফুটবলের মর্যাদাপূর্ণ লড়াইয়েও।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments