Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটবিপিএলে ছোট বাউন্ডারি নিয়ে উদ্বেগ সোহানের

বিপিএলে ছোট বাউন্ডারি নিয়ে উদ্বেগ সোহানের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) -এ ছোট বাউন্ডারি নিয়ে আপত্তি তুললেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। তার মতে, বাউন্ডারির দৈর্ঘ্য অবশ্যই আদর্শ মাপে থাকা উচিত, কারণ টি-টোয়েন্টি ম্যাচে বাউন্ডারি ছোট হলে সীমানায় আউট হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

এর আগে ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবালও সিলেট পর্বে বাউন্ডারির দৈর্ঘ্য নিয়ে কথা বলেছিলেন। চট্টগ্রাম পর্বে সীমানা ছিল ঠিকঠাক, তবে ঢাকা ও সিলেট পর্বের মতো হলে ফল হয়তো ভিন্ন হতে পারতো বলে মন্তব্য করেন সোহান। এই ম্যাচে সোহান নিজেই সীমানার কাছে ক্যাচ দিয়ে আউট হন, আর সাইফউদ্দিনও সীমানায় ক্যাচ দেন।

বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের গ্রুপ পর্বে প্রথম হারে ২৪ রানে পরাজিত হয় রংপুর রাইডার্স। রাজশাহীর ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তারা ১৪৬ রানে গুটিয়ে যায়।

হারের ব্যাখ্যায় সোহান বলেন, “পাওয়ার প্লেতে আমরা ভালো শুরু করতে পারিনি। উইকেট কিছুটা ট্রিকি ছিল, তবে আমরা বেশি রান দিয়ে ফেলেছি। ১৫ ওভার পরে কিছুটা নিয়ন্ত্রণ পেয়েছি, কিন্তু রান হয়ে গেছে।”

এই হারকে সতর্কবার্তা হিসেবে দেখছেন রংপুর অধিনায়ক। “এটা অ্যালার্মিং বিষয় আমাদের দলের জন্য। সবাই চিন্তা করবে কোথায় ভুল হয়েছে, আর কীভাবে শক্তিশালী হয়ে ফেরা যায়,” বলেন সোহান।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments