সিলেট থেকে চট্টগ্রামে বিপিএল স্থানান্তরের পর মাঠের বাইরের ঘটনা মাঠের ক্রিকেটকে ছাপিয়ে গেছে। বিশেষ করে, দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে। অনুশীলন বয়কট, বিলম্বিত পারিশ্রমিক এবং ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন অজুহাত পরিস্থিতি জটিল করেছে। একই অভিযোগ উঠেছে অন্যান্য দলগুলোর বিরুদ্ধেও। এসব বিষয়ে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন বিব্রত এবং এসব ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়েছেন।
চট্টগ্রামে শুক্রবার রাজশাহী ও সিলেটের ম্যাচ শেষে নাজমুল সংবাদমাধ্যমকে জানান, পারিশ্রমিক ইস্যু তাদের জন্য শিক্ষণীয় অভিজ্ঞতা। তিনি বলেন, “আমাদের সবার জন্যই এগুলো শিক্ষা। আশা করি, ভবিষ্যতে এসব বিষয় আর ঘটবে না। কিছু দায়িত্ব হয়তো সময়মতো পালন করা হয়নি।”
জাতীয় দৈনিকের একটি প্রতিবেদন অনুযায়ী, ক্রিকেটাররা এখনও ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে আনুষ্ঠানিক চুক্তিপত্র পাননি এবং অনেকেই কোনো পারিশ্রমিক ছাড়াই টুর্নামেন্টে খেলছেন। এ বিষয়ে জানতে চাইলে নাজমুল বলেন, তিনি এসব বিষয়ে অবগত নন।
বিপিএলের শুরুতে মিউজিক ফেস্ট, থিম সং, মাসকটসহ নানা আয়োজনের মাধ্যমে নতুন রূপের প্রতিশ্রুতি দিয়েছিল বিসিবি। কিন্তু মাঠের ক্রিকেট শুরুর পর সেই প্রতিশ্রুতি ফিকে হয়ে গেছে।
নাজমুল এ প্রসঙ্গে বলেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে প্রত্যাশা পূরণ হয়নি। তিনি আশা করেন, বাকি সময়টুকুতে পারিশ্রমিক ও অন্যান্য ইস্যু সুষ্ঠুভাবে সমাধান করা হবে। ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্টরা বিষয়গুলো সমাধানে কাজ করছে বলে আশ্বাস দেন তিনি।