Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটবিপিএল ফাইনালের পরদিনই চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন ক্যাম্প

বিপিএল ফাইনালের পরদিনই চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন ক্যাম্প

আগামী ৮ ফেব্রুয়ারি থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিপিএল ফাইনালের পরপরই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এই ক্যাম্প শুরু হবে।

৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল। এরপরই ক্যাম্পে যোগ দেবেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তসহ জাতীয় দলে থাকা ১৫ জন ক্রিকেটার। জাতীয় দলের দুই কোচের তত্ত্বাবধানে মেহেদী হাসান মিরাজরা চলতি ক্যাম্পে অনুশীলন করবেন।

ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছেন জাকের আলী অনিক। তার দল সিলেট স্ট্রাইকার্স বিপিএল থেকে ছিটকে যাওয়ায় তিনি আগে থেকেই ক্যাম্পে যোগ দিয়েছেন। আজ (বুধবার) নাজমুল হোসেন শান্তকেও জাতীয় দলের প্র্যাকটিস কিটে অনুশীলন করতে দেখা গেছে।

সব কিছু ঠিক থাকলে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অনুশীলন ক্যাম্প। এরপর ১৩ ফেব্রুয়ারি রাতেই টাইগাররা দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে। সেখানে পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments