Saturday, April 12, 2025
spot_img
হোমনারী ক্রিকেটবিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের রাজসিক জয়

বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের রাজসিক জয়

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচেই রাজসিক জয় তুলে নিয়ে শক্ত বার্তা দিয়েছে টাইগ্রেসরা। লাহোরে থাইল্যান্ড নারী দলকে ১৭৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসে ভাসছে নিগার সুলতানার দল।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। ইনিংসের ভিত্তি গড়ে দেন দুই অভিজ্ঞ ব্যাটার নিগার সুলতানা ও শারমিন আক্তার। অধিনায়ক নিগার খেলেন ক্যারিয়ারসেরা ইনিংস—৮০ বলে ১০১ রান করে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান তিনি। তার সঙ্গে দারুণ ছন্দে থাকা শারমিন আক্তারও মাত্র ছয় রান দূরে থেকে শতকের স্বাদ মিস করেন, ১২৬ বলের মিতব্যয়ী ইনিংসে করেন ৯৪ রান। ফারজানা হকও খেলেন কার্যকরী ইনিংস, তার ব্যাট থেকে আসে ৫৩ রান।

সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৭১ রান। থাইল্যান্ডের বোলারদের মধ্যে উইকেটের মুখ দেখেন মাত্র তিনজন, তাও একজন করে।

লক্ষ্য তাড়ায় নামা থাইল্যান্ড শুরুটা ভালো করলেও দ্রুত ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। ওপেনিং জুটিতে ৩৮ রান তোলার পরেই ছন্দপতন, আর সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি তারা। একের পর এক ব্যাটারকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস ভাগ করে নেন প্রতিপক্ষের সব উইকেট। দুজনই পান ৫টি করে উইকেট, যা গুঁড়িয়ে দেয় থাইল্যান্ডের ইনিংস। মাত্র ৯৩ রানেই থেমে যায় তাদের সব লড়াই।

১৭৮ রানের বড় জয় এনে দিয়ে বাংলাদেশ নারী দল উঠে যায় পয়েন্ট তালিকার শীর্ষে। ব্যাটে নিগারের সেঞ্চুরি, আর বলে ফাহিমা ও ফেরদৌসের পাঁচ-পাঁচটি উইকেট—এই জয় এক কথায় ছিল টাইগ্রেসদের শাসন।

আগামী ১৩ এপ্রিল নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সেখানেও জয়ের ধারা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments